Home আপডেট IND vs SA: ইডেনে ভারতের ম্যাচ দেখতে হস্টেলের পাঁচিল টপকে পগার পার ৩ কিশোর

IND vs SA: ইডেনে ভারতের ম্যাচ দেখতে হস্টেলের পাঁচিল টপকে পগার পার ৩ কিশোর

IND vs SA: ইডেনে ভারতের ম্যাচ দেখতে হস্টেলের পাঁচিল টপকে পগার পার ৩ কিশোর

[ad_1]

রবিবার ইডেন গার্ডেন্সে ভারত – দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে স্কুলের হস্টেল ছেড়ে পালাল ৩ ছাত্র। ঘটনা উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার গোয়াগাঁও গ্রামের একটি বেসরকারি স্কুলের। বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলের পাঁচিল টপকে পালায় তারা। পলাতক ৩ কিশোরের মধ্যে ২ জন তৃতীয় শ্রেণির ও ১ জন পঞ্চম শ্রেণির পড়ুয়া। তাদের খোঁজে রেলের সাহায্য নিচ্ছে গোয়ালপোখর থানার পুলিশ।

আল ফইজ়ল ইন্টান্যাশনাল স্কুলের ৩ ছাত্র বৃহস্পতিবার বিকেলে হস্টেলের পাঁচিল টপকে পালায়। খবর পেয়ে অ্যাসেম্বলি ডাকেন অধ্যক্ষ বীরবাহাদুর থাপা। সেখানে ৩ ছাত্রের নাম ধরে ডাকলেও কেউ সাড়া দেয়নি। এর পর তারা বাড়িতে চলে গিয়েছে কি না সেই খোঁজ নেয় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরিবারের সদস্যরা জানান, ছাত্ররা বাড়ি পৌঁছয়নি। এর পর স্থানীয় থানায় খবর দেন প্রিন্সিপাল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ছাত্রদের সহপাঠীরা জানিয়েছে, রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত – দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে অনেক দিন ধরে পরিকল্পনা করছিল ওই তিন জন। সেজন্য কিছু টাকাও জমায় তারা। বৃহস্পতিবার স্কুল থেকে ফিরে সন্ধ্যায় জমানো টাকা সঙ্গে নিয়ে হস্টেল থেকে পালায় ওই ৩ জন।

এই খবর পেয়ে মালদা ও শিয়ালদা GRP-র সঙ্গে যোগাযোগ করেন গোয়ালপোখর থানার আইসি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here