Home খেলাধুলো সুপার ওভারে কিইউয়িদের হারিয়ে টি২০ সিরিজে ৪-০ লিড বিরাটদের

সুপার ওভারে কিইউয়িদের হারিয়ে টি২০ সিরিজে ৪-০ লিড বিরাটদের

সুপার ওভারে কিইউয়িদের হারিয়ে টি২০ সিরিজে ৪-০ লিড বিরাটদের

অকল্যান্ডে পরপর দুটি এবং সিডান পার্কে একটি টি-২০ ম্যাচ জিতে সিরিজ জয় আগেই হয়ে গেছিল তাই এই ম্যাচে দল নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষায় নেমেছিল দুদলের থিঙ্কট্যাঙ্ক। তারপরেও আজ ভারত-নিউজিল্যান্ডের টানা দুটি টি-২০ গড়াল সুপার ওভারে।ওয়েলিংটনে সিরিজের চতুর্থ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৬৫ রান করে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। প্রথম ব্যাটিং করে ১৩ রান করে নিউজিল্যান্ড। ভারতের সামনে ছিল টার্গেট ছিল ১৪ রানের। প্রথম দুবলে ১০ রান করে আউট হন লোকেশ রাহুল। টিম সাউদির তৃতীয় বলে তিনি আউট হলে বাকি কাজটা করে ভারতকে জয় এনে দেন বিরাট কোহলি।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। এদিন রবীন্দ্র জাদেজা,রোহিত শর্মা,মহ শামি কে বিশ্রাম দিয়েছিল ভারত। লোকেশ রাহুলের সঙ্গে ভারতীয় ইনিংস শুরু করেন সঞ্জু স্যামসন। ৫ বলে ৮ রান করে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন সঞ্জু। এদিন ব্যর্থ বিরাট কোহলি। ব্যক্তিগত ১১ রানে বেনেটের স্লো-ডেলিভারিতে সহজ ক্যাচ তুলে আউট হন ক্যাপ্টেন কোহলি। শ্রেয়স আইয়ারও ৭ বলে মাত্র ১ রান করে আউট হন। ৩৯ রানের ইনিংস খেলে ফেরেন রাহুল। নবম উইকেটে মনীশ পান্ডে ও নভদীপ সাইনির জুটি ভারতের রান ৮ উইকেটে ১৬৫তে পৌঁছে দেন। ৩৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মনীশ। আর ৯ বলে ১১ রানে অপরাজিত থাকেন সাইনি।

১৬৬ রান তাড়া করতে নেমে ম্যাচ টাই করে নিউজিল্যান্ড। শেষ ওভারে ৭ রান করলে জিতবে তখন শার্দুল ঠাকুর ৬ রান দেন। রান তাড়া করতে নেমে মুনরো ৬৪ এবং সেইফের্ট ৫৭ রান করেন।