Home আপডেট INDIA Bloc Next Meeting: ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের ‘চতুর্থ’ বৈঠক, নয়া স্লোগান ‘ম্যাঁয় নহি হাম’!

INDIA Bloc Next Meeting: ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের ‘চতুর্থ’ বৈঠক, নয়া স্লোগান ‘ম্যাঁয় নহি হাম’!

INDIA Bloc Next Meeting: ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের ‘চতুর্থ’ বৈঠক, নয়া স্লোগান ‘ম্যাঁয় নহি হাম’!

[ad_1]

INDIA Bloc Next Meeting: নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে ইন্ডিয়া জোটের ‘চতুর্থ’ বৈঠক। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রবিবার এই বৈঠকের দিন ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। হাতে আর বেশি সময় নেই, এপ্রিল অথবা মে মাসে লোকসভা নির্বাচন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। সদ্য শেষ হওয়া ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড় এই তিন রাজ্যেই বিজেপির কাছে পরাজিত হয়েছে হাত শিবির। ভোটের ফল ঘোষণার দিনেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের তারিখ ঘোষণা করেছিল কংগ্রেস। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, হেমন্ত সোরেনরা ৬ ডিসেম্বরের বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। সেই কারণে শেষমেশ বৈঠক স্থগিত করে দেয় কংগ্রেস। সেই স্থগিতের পর ফের ১৯ তারিখ দিন ধার্য করা হয়েছে।

মধ্যপ্রদেশে আসন রফার প্যাঁচে পড়েই ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এনিয়ে বিস্তর অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই কথাটাই বহুদিন ধরে বলে আসছেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল কোথায় কে লড়াই করবে, কে কোথায় সিট ছাড়বে তা আলোচনা করা । ফলে লোকসভা ভোটের আগে আসনরফার বিষয়টি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। যৌথ ন্যূনতম কর্মসূচি বা ‘কমন মিনিমাম প্রোগ্রাম’ নিয়েও আলোচনা হবে।

কিছু শরিক নেতার মধ্যে প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, ইন্ডিয়া জোটের নয়া স্লোগান হবে ‘ম্যাঁয় নহি হাম’ কথাটি। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। পাশাপাশি গেরুয়া শিবিরকে ৫ রাজ্যে ভোটের ফল বাড়তি আক্সিজেন যুগিয়েছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত বৈঠকে বসছে চলেছে ইন্ডিয়া জোট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here