Home আপডেট করোনা মৃত্যুতে বিশ্বে তৃতীয়ঃ মৃতের সংখ্যা ৪লক্ষর গন্ডি পেরোল ভারত

করোনা মৃত্যুতে বিশ্বে তৃতীয়ঃ মৃতের সংখ্যা ৪লক্ষর গন্ডি পেরোল ভারত

করোনা মৃত্যুতে বিশ্বে তৃতীয়ঃ মৃতের সংখ্যা ৪লক্ষর গন্ডি পেরোল ভারত

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক নেতামন্ত্রী দাবি করেছেন করোনার দ্বিতীয় ধাক্কা অনেকটাই সামাল করে ফেলেছে ভারত। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এখনও মারণ ভাইরাসের কবলে দেশে দৈনিক হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হচ্ছে। যার জেরে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনায় মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৪ লক্ষের গণ্ডি। এর আগে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিলে ৪ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে, মৃতের পরিসংখ্যানে উদ্বেগ বাড়লেও সামান্য স্বস্তি মিলেছে দৈনিক আক্রান্তে।


শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩১২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দৈনিক ম্রুতের সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই কম। তবে মোট মৃতের নিরিখে অনাকাঙ্ক্ষিত রেকর্ড ভেঙে ফেলল ভারত।