Home আপডেট INDIA MEETING: বুধে দিল্লিতে INDIA জোটের বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে কোন বিষয়গুলি ?

INDIA MEETING: বুধে দিল্লিতে INDIA জোটের বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে কোন বিষয়গুলি ?

INDIA MEETING: বুধে দিল্লিতে INDIA জোটের বৈঠক, আলোচনায় গুরুত্ব পাবে কোন বিষয়গুলি ?

[ad_1]

।। ।।

INDIA MEETING: রবিবাসরীয় সকালে চার রাজ্যের বিধানসভার ফলাফলে যখনই ইঙ্গিত মিলেছিল যে গো-বলয়ে কংগ্রেসের ভরাডুবি হচ্ছে, ঠিক তখনই জোটের বৈঠক ডেকে বসলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন ঘাড়গে। চার রাজ্যের মধ্যে তিনটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ফলাফলের প্রবণতা সামনে আসতেই দ্রুত জোট রাজনীতির অস্ত্রে শান দেওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। ২৮টি বিরোধী দল লোকসভা নির্বাচনকে পাখির নজরে রেখেই একজোট হয়েছিল। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল পাটনায়। এরপর দ্বিতীয় বৈঠক হয় বেঙ্গালুরুতে। জোটের নাম ঠিক হয় সেই বৈঠকে। এর পরের মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। কিন্তু ইন্ডিয়া জোট এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল। নিত্যদিন একে অপরকে আক্রমণও করছে শরিকি কংগ্রেস, সমাজবাদী পার্টি জল্পনা শুরু হয় ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে। তার মাঝেই এবার বৈঠকের ডাক দিল কংগ্রেস। আগামী ৬ ডিসেম্বর জোটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এ দিন সকালেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের ডাক দেন। ইতিমধ্যেই ডিএমকে, তৃণমূল-সহ জোটের বাকি দলগুলির নেতাদের ফোন করেছিলেন খাড়গে।

কী এই জোট ?

কংগ্রেসের নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলগুলির একটি জোট হল INDIA। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে ক্ষমতাসীন এনডিএ জোটের বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছে এই জোট ।

বিরোধী জোটের দলগুলি কোনগুলি ?

বিরোধী জোটের মধ্যে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, DMK, AAP, JDU, RJD, JMM, NCP (শারদ পাওয়ার), আপনা দল (কামারবাদী), ফরওয়ার্ড ব্লক, আইইউএমএল, সিপিআই-এমএল (লিবারেশন), শিবসেনা (UBT), SP, National Conference, PDP, CPI(M) ), সিপিআই, আরএলডি, এমডিএমকে, কোঙ্গুনাডু মাক্কাল দেশিয়া কাচি (কেএমডিকে), ভিসিকে, আরএসপি, কেরালা কংগ্রেস (জোসেফ), কেরালা কংগ্রেস (মানি) এবং মানিথানেয়া মক্কাল কাচি (এমএমকে)

বৈঠকে কোন কোন বিষয়গুলি উঠে আসতে পারে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে ভারত জোটের এই বৈঠকে আসন বণ্টন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ‘ইন্ডিয়া’ জোট কোন পদ্ধতিতে লোকসভায় লড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক ক্ষেত্রে সমণ্বয়ের যে খামতি আছে, তা আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে বলে মনে করা হচ্ছে। আগামীকাল থেকে রয়েছে শীতকালীন অধিবেশন। বিভিন্ন ইস্যু নিয়ে এই বৈঠক হতে পারে বলে খবর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here