Home খেলাধুলো কিউয়িদের হারিয়ে একদিনের সিরিজে লিড নিল বিরাট বাহিনী

কিউয়িদের হারিয়ে একদিনের সিরিজে লিড নিল বিরাট বাহিনী

কিউয়িদের হারিয়ে একদিনের সিরিজে লিড নিল বিরাট বাহিনী

∆ নিউজিল্যান্ড :-

১৫৭/১০

( উইলিয়ামসন ৬৪)

∆ ভারত :-

১৫৮/২

(ধাওয়ান ৭৫*)

একদিনের সিরিজে প্রথম ম্যাচে কিউইদের কার্যত উড়িয়ে দিল বিরাট বাহিনী।
বিরাট ৪৫ রানে আউট হওয়ার পর আম্বাতি রায়াডুকে সঙ্গে নিয়ে শিখর ধাওয়ান ৭৫ রানে নটআউট থেকে জয় সুনিশ্চিত করেন।
নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে কুলদীপ যাদব ও মহম্মদ শামির দুরন্ত বোলিং, এবং ধাওয়ান ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল বিরাটরা ।


ম্যাকলারেন পার্কে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। শুরুতেই মহম্মদ শামির বোলিংয়ে আউট হন দুই কিউই ওপেনার কলিন মুনরো(৮) এবং মার্টিন গাপটিল(৫)। রস টেলর এবং কেন উইলিমাসনের জুটিতে নিউজিল্যান্ডকে কিছুটা টানলেও যুজবেন্দ্র চাহলের জোড়া ধাক্কায় পর পর প্যাভিলিয়নে ফেরেন রস টেলর(২৪) এবং টম লাথাম(১১)। নিকোলসকে(১২) আউট করেন কেদার যাদব। স্যান্টনারকে (১৪) প্যাভিলিয়নে ফেরান শামি। এরপর কুলদীপ পরপর তুলে নেন ৪ উইকেট। কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৬৪ রান করেন । ৩৮ ওভারে মাত্র ১৫৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।


১৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ১১ রানে রোহিত আউট হন ব্রেসওয়েলের বলে । মাঠে পড়ন্ত বিকেলের রোদেই খেলা বন্ধ থাকে ৩০ মিনিট। আধ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ডাক-ওয়ার্থ-লুইস নিয়মে ভারতের নতুন টার্গেট দাড়ায় ৪৯ ওভারে ১৫৬ রান। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে ভারতের ইনিংসকে টানেন শিখর ধাওয়ান। একদিনের ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শিখর ধাওয়ান। বিরাট ৪৫ রানে আউট হওয়ার পর আম্বাতি রায়াডুকে সঙ্গে নিয়ে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দেন শিখর ধাওয়ান। ৩৪.৫ ওভারেই ম্যাচ জিতে নেয় ভারত। ৮ উইকেটে প্রথম একদিনের ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বিরাটরা।