Home খেলাধুলো প্রথম এশীয় দেশ হিসেবে অজিভূমে সিরিজ জিতে ইতিহাস বিরাটদের

প্রথম এশীয় দেশ হিসেবে অজিভূমে সিরিজ জিতে ইতিহাস বিরাটদের

প্রথম এশীয় দেশ হিসেবে অজিভূমে সিরিজ জিতে ইতিহাস বিরাটদের

১৯৪৮ সাল থেকে শুরু ভারত অস্ট্রেলিয়া দ্বৈরথ। আজ পর্যন্ত সেই দ্বৈরথে অজিদের মাটিতে ভারত কেন কোন এশীয় দলই টেস্ট সিরিজ জয় করতে পারেনি। সিডনিতে বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্র হতেই ২-১ ফলে অজিভূমি ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় সম্পন্ন করল বিরাট বাহিনী।। অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জিতল ভারতীয় ক্রিকেট দল।বৃষ্টির জন্য সোমবার সিডনিতে চতুর্থ টেস্ট ড্র হয়ে যায়। ফলে চার টেস্টের সিরিজ বিরাটরা জিতল ২-১ ব্যবধানে।

Image result for sydney test

সোমবার ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির জন্য খেলা শুরু হতে দেরি হয়। পরে আউটফিল্ড ভিজে থাকায় আম্পায়ররা ম্যাচ ড্র ঘোষণা করেন। বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জেতে ভারত। দ্বিতীয় টেস্ট পার্থে জিতে সিরিজে সমতা ফেরায় অজিরা। মেলবোর্নে তৃতীয় টেস্টে জিতে ২-১ এগিয়ে যায় বিরাট বাহিনী।

ম্যাচে ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন চেতেশ্বর পূজারাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। গোটা সিরিজে পূজারা ৫০৫ রান করেছেন। ফলে তাঁকেই দেওয়া হয়েছে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার।