Home আপডেট বিশ্বে সফল গণতন্ত্রের তালিকায় আরো নীচে ভারত ~ মোদি জমানায় তলানিতে নাগরিক অধিকার

বিশ্বে সফল গণতন্ত্রের তালিকায় আরো নীচে ভারত ~ মোদি জমানায় তলানিতে নাগরিক অধিকার

বিশ্বে সফল গণতন্ত্রের তালিকায় আরো নীচে ভারত ~ মোদি জমানায় তলানিতে নাগরিক অধিকার

বিশ্বের কোন গণতন্ত্র কতটা সফল, সেই তালিকায় আরও নীচে নামল ভারত। নাগরিক অধিকারের নিরিখে মার্কিন সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে ভারত সম্পর্কে লেখা হল, ‘‌আংশিক মুক্ত’‌। ১৯৯৭ সালের পর এই প্রথম ‘‌আংশিক মুক্ত’‌ দেশের তালিকায় ঢুকল ভারতের নাম। শুধু তাই নয়, ‘‌তাত্‍পর্যপূর্ণ’ভাবে‌ উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পরই পরিস্থিতির অবনতি হয়েছে ক্রমশ।
বিশ্বের গণতান্ত্রিক দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকার দেওয়ার ক্ষেত্রে কোন গণতন্ত্র কতটা এগিয়ে, তা নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে তালিকা তৈরি করেছে মার্কিন সংস্থা ‘‌ফ্রিডম হাউজ’‌। মার্কিন প্রশাসনের অর্থেই চলে এই সংস্থা। রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে সাম্প্রতিককালে মুসলিমদের উপর আক্রমণ এবং বৈষম্য বেড়েছে। হেনস্থার শিকার হচ্ছেন সমালোচক-সাংবাদিকরা। ভারত সম্পর্কে রিপোর্টে বারবার উঠে এসেছে দিল্লির সাম্প্রদায়িক সঙ্ঘর্ষ, সমালোচকদের বিরুদ্ধে ‘‌দেশদ্রোহ’ মামলা এবং পরিযায়ী শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গ। গণতান্ত্রির দেশের যে তালিকা তৈরি করেছে ওই মার্কিন সংস্থা, তাতে নীচের দিকে নেমেছে ভারত সহ ৭৩টি দেশ। ‌