Home আপডেট Indian Railways: ট্রেনের টিকিটে ১০০% ছাড়! রোগীরদের জন্য বড় সুবিধা

Indian Railways: ট্রেনের টিকিটে ১০০% ছাড়! রোগীরদের জন্য বড় সুবিধা

Indian Railways: ট্রেনের টিকিটে ১০০% ছাড়! রোগীরদের জন্য বড় সুবিধা

[ad_1]

Indian Railways: অসুস্থ রোগীদের জন্য রেল দেয় বড় সুবিধা! এমনকী টিকিট পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনে চেপে ভেলোর থেকে মু্ম্বই প্রতিদিন চিকিৎসার জন্য যাচ্ছেন হাজার হাজার রোগী। অসুস্থ যাত্রীদের জন্য রেলের মতো বড় সুবিধা আর কারোর নেই। জটিল রোগে আক্রান্ত? আপনার ট্রেনে সফরের চিন্তা মিটল আপনিও কি পেতে পারেন ফ্রিতে টিকিট? তার জন্য কী কী করতে হবে জানুন। অসুস্থ যাত্রীদের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রেল। ট্রেনে টিকিট কাটার সময় ১০০ শতাংশ ছাড় পেতে পারেন কি আপনিও? বেশিরভাগ মানুষ এ নিয়ে কিছুই জানেন না। অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন?

রেল যাত্রী যদি ক্যানসারে আক্রান্ত হন ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন টিকিটে। আপনি কি জানতেন রেলের এই নিয়ম? ক্যানসার রোগী এবং তাঁর সঙ্গে থাকা একজন যাত্রী স্লিপার এবং এসি ৩ টায়ারের টিকিটে পেতে পারেন ১০০ শতাংশ ছাড়। ফার্স্ট ক্লাস এসি এবং এসি ২ টায়ারের টিকিট হলে ছাড় পাবেন ৫০ শতাংশ। হার্ট সার্জারি অথবা ডায়ালেসিস করতে যাচ্ছেন ট্রেনে চেপে? হার্ট, কিডনি. চোখের চিকিৎসার জন্য ভেলোরে প্রতিদিন যাতায়াত করেন প্রচুর যাত্রী বা হার্ট সার্জারির জন্যে যদি ট্রেনে কোথাও যেতে হয় তাহলে ভাড়াতে ছাড় দেয় রেল। যে কোনও অপারেশন কিংবা ডায়ালেসিস করাতে ট্রেনে যাত্রা করলেও টিকিটে ছাড় দেয় রেল। ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের উপর ছাড় পান রোগীরা। একই ভাবে ফার্স্ট ক্লাসএসি, এসি ২ টায়ারে ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়।

টিবি রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন ? এমন রোগীরাও ছাড় পান রেলের টিকিটে। এমনকী তাঁর সঙ্গে থাকা যাত্রীরাও এই ছাড় পাবেন। সেকেন্ড, স্লিপার এবং ফার্স্ট ক্লাসে ৭৫ শতাংশ পর্যন্ত রেলওয়ে টিকিটে ছাড় দিয়ে থাকে কিন্তু অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? জানবেন কীভাবে? সেটা জানতে হলে স্টেশনে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনার প্রেসক্রিপশন থেকে প্রযোজনীয় চিকিৎসার নথিপত্র দেখাতে হবে। রেল বলছে অসুস্থ কতটা তার উপরেই নির্ভর করে এই ছাড়। এক্ষেত্রে রোগ কী সেটি জানাতে হয় রেলকে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলের আধিকারিকরাই এবিষয়ে আপনাকে সাহায্য করবেন।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন। দেশের লাইফলাইন রেলযাত্রা। কেউ জেনারেল কোচে যাচ্ছেন তো কেউ এসি কিংবা অন্য কোনও কোচে।
একেক ট্রেনে, কোচে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা, নিয়ম।অন্য যে কোনও পরিবহনের তুলনায় রেল ভ্রমণ করা অনেকটাই সহজ, সুলভ এবং সুবিধাজনক। বিমানের টিকিটের ভাড়া অনেকেরই দেওয়া সম্ভব নয় না। সব ধরণের মানুষের জন্যই বড় সুবিধা। ভারতীয় রেল যাত্রার সময় তার প্রতিটি যাত্রীর সুবিধার বিশেষ যত্ন নেয়। ভারতীয় রেলওয়ে কিছু নিয়ম তৈরি করেছে যাতে কোনও যাত্রীকে ট্রেনে যাতায়াতের সময় কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। এই নিয়মগুলি সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। তাই রোগীরা ট্রেনে চাপার আগে ভালো করে খোঁজ খবর নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here