Home খেলাধুলো মহিলা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বাঘিনীদের হারালেন হরমনপ্রীতরা

মহিলা টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বাঘিনীদের হারালেন হরমনপ্রীতরা

 

আগের ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তারপর বাংলাদেশের বিরুদ্ধে ও জয় ছিনিয়ে নিল পুনমরা । অরুন্ধতী রেড্ডি-শিখা পাণ্ডে,পুনম যাদব,শেফালি ভার্মাদের ব্যাটিং, বোলিংয়ে ছারখার হয়ে গেল বাঘিনীরা।

আইসিসি ওমেন্স টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল তারা । এশিয়া কাপে হারের মধুর বদলা নিল বিশ্বকাপের মঞ্চে।

ভারতের ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন (৩০) এবং নিগার সুলতানা (৩৫) ছাড়া আর কেউ ভারতীয় বোলারদের সামনে দাড়াতেই পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে বাংলাদেশ ।পুনম যাদব ১৮ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি আর শিখা পাণ্ডে।

প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পাওয়া স্মৃতি মান্ধানা এদিন প্রথম একাদশে ছিলেন না। টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠান বাংলাদেশ অধিনায়িকা সালমা খাতুন। এদিন শাফালি ভার্মার সঙ্গে ওপেনিং করেন তানিয়া ভাটিয়া। মাত্র ২ রানে আউট হন তানিয়া। এরপর শাফালি এবং জেমাইমা রডরিগেজ জুটি ভারতকে টানতে থাকে। শাফালি ১৭ বলে ৩৯ ও জেমাইমা ৩৪ রান করে আউট হন। এদিনও রান করতে ব্যর্থ ভারত অধিনায়িকা হরমনপ্রীত কৌর। বাংলার রিচা শর্মা এদিন ১৪ বলে ১৪ রান করলেন। দীপ্তি এদিন মাত্র ১১ রান করলেন তিনি। বেদা কৃষ্ণমূর্তি ২০ রানে অপরাজিত থাকেন । ফলে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে পান্না ঘোষ এবং সালমা খাতুন ২টি করে উইকেট নেন।