Home বিদেশ Israel-Palestine Conflict: ইজরায়েল ঢুকে ফাঁদে হামাস ! ক্ষমতায় এগিয়ে কে ? ইজরায়েল না হামাস

Israel-Palestine Conflict: ইজরায়েল ঢুকে ফাঁদে হামাস ! ক্ষমতায় এগিয়ে কে ? ইজরায়েল না হামাস

Israel-Palestine Conflict: ইজরায়েল ঢুকে ফাঁদে হামাস ! ক্ষমতায় এগিয়ে কে ? ইজরায়েল না হামাস

[ad_1]

Israel-Palestine Conflict: প্যালেস্টাইন বড় রিস্ক নিল ইজরায়েলে হামলা করে? ইজরায়েল না প্যালেস্টাইন কার সামরিক শক্তি বেশি? নেতানইয়াহু হুঁশিয়ারি দিলেন ইজরায়েল কতটা ভয়ঙ্কর গাজা কি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? এবার পালা ইজরায়েলের নরকের দ্বার খুলে দিয়েছে হামাস বলে দিলেন ইসরায়েলের সেনাপ্রধান। ইজরায়েলের যা ক্ষমতা কোনওদিনও কী প্যালেস্টাইনের পেরে ওঠা সম্ভব? হামাসের তান্ডবলীলার পর এবার ময়দানে নামল ইজরায়েল। প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সেই হামলায় ১৯৮ প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপে। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৬১০ জন। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে।

এদিকে জানা যাচ্ছে এবার লেবানন থেকে ইসরায়েলে সামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি বড় রিস্ক নিয়ে নিল হামাস। বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর একটি রয়েছে ইসরায়েলের। অন্যদিকে ফিলিস্তিনিদের নিজস্ব কোনও রাষ্ট্র কিংবা নিয়মিত সেনাবাহিনী নেই। এমনকি দখলদারদের প্রতিরোধ করে নিজেদের আত্মরক্ষার মতো যথেষ্ট সামরিক সক্ষমতাও নেই তাদের এই যুদ্ধ এগোলে সেটা ক্রমশ একপাক্ষিক হয়ে যাবে। চলুন, জেনে নেয়া যাক ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে কার সামরিক শক্তি কত? ২০২১ সালের একটি রিপোর্ট বলছে ইসরায়েলের সেনাবাহিনী সক্রিয় সেনা সদস্য ১ লাখ ৭০ হাজার। প্রশিক্ষিত জনসংখ্যা ৩০ লাখ। সেনাবাহিনীর বাজেট ২০ বিলিয়ন ডলার।

এদিকে ফিলিস্তিনের সামরিক বাহিনী নিয়মিত কোনও সেনাবাহিনী নেই। বিভিন্ন গ্রুপ মিলে ৩০ থেকে ৫০ হাজার সদস্য রয়েছে। এর মধ্যে হামাসের রয়েছে ১০-২০ হাজার। কাসেম ব্রিগেডের ৭-১০ হাজার সদস্য রয়েছে। এছাড়া ফিলিস্তিন ইসলামি জিহাদের ৯-১০ হাজার সদস্য রয়েছে। ইসরায়েলের অস্ত্র নিয়ে যদি কথা বলি তাহলে অস্ত্রের নিজস্ব কারখানা রয়েছে। বিদেশেও রপ্তানি করা হয় সেই অস্ত্র। ৯০টি গোপন পরমাণু অস্ত্র রয়েছে। যুদ্ধবিমান ৬৮৪টি, বিমান বাহিনী ৩৪ হাজার নৌবাহিনী ১০ হাজার, যুদ্ধজাহাজ ৪টি। ক্ষেপণাস্ত্রবাহী বোট ৮টি। সাবমেরিন ৫টি। প্যাট্রোল বোট ৪৫টি, সাপোর্ট শিপ ২টি অত্যাধুনিক ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলের যা পাশের দেশ মিসর, সিরিয়া ও ইরানে হামলা করতে সক্ষম।এছাড়া ১ হাজার থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় খতরনাক আয়রন ডোম রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে অস্ত্র রপ্তানি করে ইসরায়েল।

সেখানে হামাসের অস্ত্র বলতে ১০০ থেকে ১৬০ কিলোমিটার রেঞ্জের কয়েক ডজন রকেট রয়েছে, ৭০-৮০ কিলোমিটার রেঞ্জের আরও কিছু রকেট রয়েছে। নতুন উদ্ভাবিত একটি রকেটের পাল্লা আড়াইশ কিলোমিটার বলে জানিয়েছে হামাস। এই সংখ্যা এই দুবছরে বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইজরায়েলে হামলার পর প্যালেস্তাইনের হামাস বাহিনীকে চিরতরে শেষ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের সেনাপ্রধান। তাঁর দাবি ইজরায়েল থেকে কোনও জঙ্গি বেঁচে ফিরতে পারবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here