Home আপডেট IT Raid: কর ফাঁকির অভিযোগ, বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িসহ একাধিক ঠিকানায় আয়কর তল্লাশি

IT Raid: কর ফাঁকির অভিযোগ, বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িসহ একাধিক ঠিকানায় আয়কর তল্লাশি

IT Raid: কর ফাঁকির অভিযোগ, বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িসহ একাধিক ঠিকানায় আয়কর তল্লাশি

[ad_1]

আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে দলবদলু বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িসহ একাধিক ঠিকানায় অভিযান চালাচ্ছে আয়কর দফতর। বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের অন্তত ৫০ জন আধিকারিকের একটি দল। উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয় পেয়েছিলেন বায়রন। তার ৩ মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি।

জানা গিয়েছে, বিড়ি টাইকুন বায়রনের স্কুল, হাসপাতাল ও চা বাগানের ব্যবসা রয়েছে। সূত্রের খবর, মাস কয়েক আগে আয়কর দফতরকে চিঠি দিয়ে জনৈক জানান, বায়রনের প্রচুর আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। এছাড়া ব্যবসার টাকা ভুয়ো সংস্থার মাধ্যমে লগ্নি করেছেন তিনি। সেই অভিযোগের তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন, বায়রনের নামে ২১টি সংস্থা রয়েছে। যার মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া বাকিগুলির অস্তিত্ব নেই। এর পরই গত ২৬ নভেম্বর বায়রনের সংস্থাগুলির চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে ডেকে জেরা করেন তদন্তকারীরা। তার পর থেকেই বায়রনের বাড়িতে ও সংস্থায় তল্লাশি হতে পারে বলে অনুমান করা হচ্ছিল।

বুধবার সকালে আয়কর দফতরের প্রায় ৫০ জন আধিকারিকের একটি দল মুর্শিদাবাদ ও বীরভূমে বায়রনের বিভিন্ন ঠিকানায় তল্লাশি শুরু করেন। আয়কর দফতর সূত্রের খবর, একাধিক লাভজনক সংস্থাকে লোকসানে চলছে বলে দেখিয়ে টাকা পাচার করেছেন বায়রন। ফাঁকি দিয়েছেন কর। তল্লাশি নিয়ে বায়রন বা তৃণমূলের এখনো কোনও তল্লাশি পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে শোরগোল ফেলে দেন কংগ্রেস প্রার্থী বায়রন। রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে আসেন প্রথমবারের এই বিধায়ক। কিন্তু তিন মাসের মধ্যেই তৃণমূলে যোগদান করেন তিনি। এর পর ফের অন্তরালে চলে যান বায়রন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here