Home আপডেট Jadavpur University: মেসে সিনিয়রের বিরুদ্ধে ব়্যাগিং ও ধর্ষণের অভিযোগ যাদপুরের ছাত্রীর, তোলপাড়

Jadavpur University: মেসে সিনিয়রের বিরুদ্ধে ব়্যাগিং ও ধর্ষণের অভিযোগ যাদপুরের ছাত্রীর, তোলপাড়

Jadavpur University: মেসে সিনিয়রের বিরুদ্ধে ব়্যাগিং ও ধর্ষণের অভিযোগ যাদপুরের ছাত্রীর, তোলপাড়

[ad_1]

তারই সহপাঠী ও সিনিয়রদের বিরুদ্ধে ধর্ষণ, মানসিক নির্যাতন ও ব়্যাগিং-এর বিরুদ্ধে অভিযোগ আনলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এই অভিযোগকে কেন্দ্র করে জিবি বসে বিশ্ববিদ্যালয়ে। সেই জিবি নিয়ে অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের অনেকেই এসএফআইয়ের সঙ্গে যুক্ত বলে পড়ুয়াদের একাংশই দাবি করেছেন। এই ঘটনার তদন্তের দাবিতে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র একাধিক ছাত্র সংগঠন।

নেশার সুযোগ নিয়ে ধর্ষণ

গত ৪ এপ্রিল কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বিভাগের প্রধানের কাছে এই অভিযোগ করেন। ২০২২ সালে নভেম্বর মাসের ঘটনা। এক রাতে বাড়ি ফেরার সুযোগ না থাকায় বাংলা বিভাগের সহপাঠীর সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্টে পাঠরত এক সিনিয়র ছাত্রের মেসে যান। পালবাজার এলাকার ওই মেসে সেই রাতে তিনজনে মিলে মদপান করেন। নেশার সুযোগ নিয়ে ওই ছাত্র তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ। অন্য ছাত্রদের কাছে সাহায্য চাইলেও তারা ঘরের আলো বন্ধ করে দিয়ে চলে যান।

পিরিয়ডস চলছে বলা হলেও তাঁরা ছাড়া হয়নি। তিনি এই ঘটনা ক্যাম্পাসের কয়েকজনকে জানাতে গিয়ে দেখেন সবাই ঘটনাটি জিনে গিয়েছে। এত মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন ও ছাত্রী। এর পর এক ছাত্রের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। সেও নানা আছিলায় জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ওই ছাত্রীকে গর্ভ নিরোধক ট্যাবলেট খেতে বাধ্য করেন। ওই ছাত্রী তাঁর ফেসবুক পেজে তাঁর অভিযোগপত্র আপলোড করেন। দর্শন এবং বাংলা বিভাগে ছাত্রীটি তাঁর অভিযোগপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন। গার্ডেনরিচকাণ্ডে পুর আধিকারিকদের সাসপেন্ড না করায় আদালতে প্রশ্নের মুখে পুরসভা

কী বলছে কর্তৃপক্ষ

বাংলার প্রধান জয়দীপ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত শুক্রবার প্রায় ৪০ মিনিট ধরে ওই ছাত্রীর সঙ্গে তাঁর কথা হয়। ছাত্রীটির যাবতীয় অভিযোগ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছেন, যে সব অভিযোগপত্র এসেছে তা খতিয়ে দেখে অভ্যন্তরীণ অভিযোগ নিরসন কমিটি বা আইসিসির কাছে ফরোয়ার্ড করা হবে।

আরও পড়ুন। ‘যথেষ্ঠ হয়েছে’, অবৈধ নির্মাণ রুখতে নয়া নিয়ম চালু, আইন নিয়ে কড়া বার্তা ফিরহাদের

কেন এতদিন পরে অভিযোগ?

ঘটনার পর কেন এতদিন তিনি মুখবন্ধ করে রেখেছিলেন, এই প্রশ্ন অনেকেই করছেন। ছাত্রীটির দাবি তিনি মানসিক ভাবে এতটাই বির্পযস্ত ছিলেন যে অভিযোগ জানাতে পারেননি। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, পুলিশ অভিযোগ নিতে চায়নি। ক্যামাসে জিবি ডেকেও নিজে আসতে পারেননি ছাত্রীটি। বান্ধবীরা জানিয়েছেন, তিনি চিকিৎসাধীন তাই জিবিতে যেতে পারেননি।

আরও পড়ুন। শিয়ালদার মেন লাইনের ৫ প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে ১২ কোচের লোকাল ট্রেন! কবে থেকে?

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here