Home আপডেট Jalpaiguri: গেরুয়া পতাকা উপড়ে হিন্দুদের প্রতিবাদের মুখে থানার IC, ভিডিয়ো শেয়ার শুভেন্দুর

Jalpaiguri: গেরুয়া পতাকা উপড়ে হিন্দুদের প্রতিবাদের মুখে থানার IC, ভিডিয়ো শেয়ার শুভেন্দুর

Jalpaiguri: গেরুয়া পতাকা উপড়ে হিন্দুদের প্রতিবাদের মুখে থানার IC, ভিডিয়ো শেয়ার শুভেন্দুর

[ad_1]

অযোধ্যায় রাম লালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিনই পুলিশের বিরুদ্ধে গেরুয়া ধ্বজ উপড়ে ফেলার অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে একটি ভিডিয়োও প্রকাশ করেছেন তিনি। শুভেন্দুবাবু দাবি করেছেন, হিন্দুদের প্রতিবাদের মুখে পড়ে পরে সেই পতাকা আবার যথাস্থানে পুঁতে দেন পুলিশকর্মীরা।

সোশ্যল মিডিয়ায় ভিডিয়ো প্রকাশ করে শুভেন্দুবাবু লিখেছেন, ‘বাঙালি হিন্দুরা আজ তাদের ধর্মের পক্ষে দাঁড়িয়ে কেউ হিন্দু ধর্মকে অপমান করার চেষ্টা করলেই প্রতিবাদে সোচ্চার হচ্ছেন দেখে খুব ভালো লাগছে।

গত ২২ জানুয়ারি রাজগঞ্জ থানার কুকুরজান অঞ্চলের কান্তি পাড়ায় রামভক্তরা ভব্য রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে পুজোর ব্যবস্থা করেছিলেন। ভগবান রামচন্দ্র ও বজরঙ্গবলীর চিত্র সম্বলিত গেরুয়া ধ্বজ সেখানে লাগানো হয়েছিল। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ পঙ্কজ সরকার তার অধস্তন পুলিশ কর্মীদের সাথে সেখানে আসেন এবং ভগবান রাম, ভগবান হনুমানের ছবি সম্বলিত ধ্বজগুলি খুঁটি সমেত অবজ্ঞার সাথে উপড়ে ফেলে দেন। রামভক্তরা এই ঘটনায় চুপ করে থাকেননি। তারা হিন্দুধর্মের এই অপমানের তীব্র প্রতিবাদ করেন। প্রতিবাদের তীব্রতা এতোটাই ছিল যে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে ভেবে অবশেষে ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন এবং সম্মানের সাথে গেরুয়া ধ্বজগুলি পুনঃস্থাপনা করার নির্দেশ দেন।

এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিনিয়তই পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও হিন্দুদের অপমানিত হতে হয়, বিশেষ করে ধর্মাচরণ করার সময়ে। এখন কিন্তু আর হিন্দুরা তাদের ধর্মের অপমান নিরবে মেনে নেবেন না। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, হিন্দুদের বৃহত্তর জাগরণের প্রমাণ। আমরা আর আমাদের ধর্মের প্রতি অপমান নিরবে সহ্য করব না। হিন্দু ধর্মের অপমান হলেই এখন থেকে তার তীব্র প্রতিবাদ হবে।’

ভিডিয়োতে গেরুয়া পতাকা উপড়ে ফেলতে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিককে। এর পর তার প্রতিবাদ করতে দেখা যাচ্ছে কয়েকজন স্থানীয় যুবককে। বিজেপির দাবি, তৃণমূলের নির্দেশে দলদাস পুলিশ হিন্দুদের ধর্মাচরণে হস্তক্ষেপ করছে।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here