Home খেলাধুলো Javagal Srinath will become the fourth match referee to reach 250 odis milestone, and he is the first indian to do so

Javagal Srinath will become the fourth match referee to reach 250 odis milestone, and he is the first indian to do so

Javagal Srinath will become the fourth match referee to reach 250 odis milestone, and he is the first indian to do so

[ad_1]

: এশিয়া কাপ ২০২৩-এর পঞ্চম ম্যাচটি আজ অর্থাৎ সোমবার ভারত ও নেপাল  (Ind vs NEP) খেলবে৷  টিম ইন্ডিয়া সুপার ফোরে টিকিট পাওয়া নিশ্চিত করতে এই ম্যাচে বড় ব্যবধানে জয় চাইছে৷  অন্যদিকে নেপাল পাকিস্তানের বিরুদ্ধে দুরমুশ হওয়ার পর টানা দ্বিতীয় হার এড়াতে চেষ্টা করবে। ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এই সবের মধ্যেই এই ম্যাচে আরও এক ভারতীয় ক্রিকেটারের জীবনেরও মাইলস্টোন হতে চলেছে৷  বড় কৃতিত্বের নাম লিখবেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ।  প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব পেলেন তিনি৷

আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ডানহাতি প্রাক্তন পেসার শ্রীনাথের এটি হবে ২৫০তম ওডিআই ম্যাচ। তিনি একজন ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন এবং সামগ্রিকভাবে চতুর্থ আইসিসি ম্যাচ রেফারি এই কৃতিত্ব অর্জন করবেন{ শ্রীনাথের আগে  রঞ্জন মদুগালে, ক্রিস ব্রড এবং জেফ ক্রো এই মাইলস্টোন পেরিয়েছেন৷

‘আগামী বছরগুলিতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব’
শ্রীনাথ বলেন, ‘ম্যাচ রেফারি হিসেবে এই পর্যায়ে পৌঁছানোটা দারুণ অনুভূতি।  ১৭ বছর হয়ে গেছে এবং এটা অবিশ্বাস্য যে আমি এখন পর্যন্ত যতটা ওয়ানডে খেলেছি তার চেয়ে বেশি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছি। আমি সৌভাগ্যবান যে এখনও খেলার সঙ্গে যুক্ত আছি। আমি ২০০৬ সালে কলম্বোতে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি টেস্ট ম্যাচে ম্যাচ রেফারি হিসাবে আন্তর্জাতিক অভিষেক করেছিলাম এবং তারপর থেকে  দুর্দান্ত সময় কাটিয়েছি। আগামী বছরগুলোতে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

জাভাগাল শ্রীনাথ ২০০৬ সালে আইসিসি ম্যাচ রেফারি হন এবং তারপর থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০০৭, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০০৯ এবং ২০১৩) এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০১২, ২০১৪, ২০১৬ এবং ২০২১) দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ৬৫ টেস্ট, ১১৮ টি পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং ১৬টি মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে রেফারির ভূমিকা পালন করেছেন। শ্রীনাথ ভারতের হয়ে ৬৭ টেস্টে ২৩৬ উইকেট এবং ২১৯ ওয়ানডেতে ৩১৫ উইকেট নিয়েছেন।

Tags: Asia Cup, Asia Cup 2023

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here