Home আপডেট Kalighat Skywalk: ১৫ ডিসেম্বরের মধ্যে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শেষ করা সম্ভব নয়, দাবি সংস্থার

Kalighat Skywalk: ১৫ ডিসেম্বরের মধ্যে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শেষ করা সম্ভব নয়, দাবি সংস্থার

Kalighat Skywalk: ১৫ ডিসেম্বরের মধ্যে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শেষ করা সম্ভব নয়, দাবি সংস্থার

[ad_1]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ চলছে। প্রথমে এই কাজ চলতি বছরের এপ্রিলে শেষ করতে বলা হয়েছিল নির্মাণকারী সংস্থাকে। পরে ১৫ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। তবে আর দেড় মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্মাণকারী সংস্থার দাবি, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। তাদের দাবি, ডিসেম্বরের মধ্যে ৮৫ শতাংশ কাজই সম্পন্ন হবে।

আরও পড়ুন: কালীঘাটের স্কাইওয়াকের কাজে বিলম্ব নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কড়া নির্দেশ মেয়রকে

২০২২ সালের জানুয়ারি মাসে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়। এপ্রিলে কাজ শেষ না হওয়া নিয়ে এর আগে ক্ষোভ প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সামনে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনে নির্মাণকারী সংস্থাকে সরিয়ে পূর্ত দফতরকে দিয়ে বাকি কাজ করানোর পরামর্শ দিয়েছিলেন। এরপরে ফিরহাদ হাকিম নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠক করে ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। মুখ্য সচিবও এ নিয়ে একাধিক শীর্ষ অধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন।

গতকাল শুক্রবার কলকাতা পুরসভায় এ নিয়ে নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন পুরসভার ডিজি (সিভিল) পি কে দুয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই স্কাইওয়াক তৈরি নিয়ে নিয়মিত বৈঠক হচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে কাজ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্মাণকারী সংস্থার দাবি, ওই এলাকায় কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি, ওই এলাকায় বহু পুরনো পাইপলাইন রয়েছে, তাছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ। এছাড়াও রয়েছে কালীঘাট মন্দিরে আসা পুণ্যার্থীদের ভিড়। পাশাপাশি দুর্গাপুজোয় মণ্ডপ তৈরির জন্য বেশ কিছু দি‌ন নির্মাণকাজ বন্ধ ছিল। অন্যদিকে, স্কাইওয়াক নির্মাণের একটি উপাদানও হায়দরাবাদ থেকে আসছে না। এরফলে কাজে সমস্যা হচ্ছে।

উল্লেখ্য, কালীঘাট স্কাইওয়াকের দৈর্ঘ্য হবে ৫০০ মিটার এবং চওড়া হবে ১০ মিটার। এই স্কাইওয়াক তৈরিতে ৮০ কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। কালীঘাট মন্দির থেকে শ্যামাপ্রসাদ মুখার্জী রোডের দিকে যাবে এই স্কাইওয়াক। নির্মাণকারী সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হবে। তবে আরও আনুষঙ্গিক কাজ শেষ হতে আরও দু’মাস সময় লেগে যেতে পারে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here