Home আপডেট Kalyan Mimicry: ‘কাঁদতে আরম্ভ করলে…’ ধনখড়ের কান্নার নকল করলেন কল্যাণ, ফের একই কীর্তি!

Kalyan Mimicry: ‘কাঁদতে আরম্ভ করলে…’ ধনখড়ের কান্নার নকল করলেন কল্যাণ, ফের একই কীর্তি!

Kalyan Mimicry: ‘কাঁদতে আরম্ভ করলে…’ ধনখড়ের কান্নার নকল করলেন কল্যাণ, ফের একই কীর্তি!

[ad_1]

দিন কয়েক আগে একেবারে পার্লামেন্ট চত্বরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সম্পর্কে নানা ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তবে এবার আর সংসদ চত্বর নয়। এবার তিনি কোন্ননগরে স্বমহিমায়। শনিবার হুগলি জেলার কোন্ননগরে তৃণমূলের দলীয় কর্মসূচি ছিল। সেখানেই জগদীপ ধনখড়কে নিয়ে নানা রকমের কৌতুক করতে দেখা যায় কল্যাণকে। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের এই কৌতুক দেখে হাসির রোল ওঠে সভাস্থলে।

সভায় এসে তিনি বিরোধী সাংসদদের বরখাস্ত করা নিয়ে তীব্র আপত্তি তোলেন। তাঁর কথায়, প্রথমে ১৫, তারপর ৪০। তারপর ১৪১জন সাসপেন্ড হয়ে গেল। ভারতের গণতন্ত্রে এমন ঘটনা আগে হয়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহের হিম্মত হয়নি বিরোধীদের মুখোমুখি হওয়ার। আমরা এর প্রতিবাদ করেছি। তবে প্রতিবাদের অনেক রকম ভাষা হতে পারে। চিৎকার, ঠেলাঠেলির পাশাপাশি মজার ভাষাও প্রতিবাদের হতে পারে। অনেকে মজা করাটা বুঝতে পারেন না। এটা তাঁর অক্ষমতা। বাংলায় একবার পা দিয়েই সব কিছু বোঝা যায় না। জ্যাঠা-কাকাকে ধরে দিল্লি গেলেই কী সব শেখা যায়! কটাক্ষ কল্যাণের।

কল্যাণ বলেন, আমরা প্রথম মিমিক্রি শিখলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে সংসদে। তারপর নির্মলা সীতারামনের কাছ থেকে। আমরা তো স্পোর্টিংলি নিলাম। এখন যদি কৌতুক বুঝতে না পেরে কাঁদতে আরম্ভ করে আমার তো কিছু করার নেই… এরপরই কান্নার মিমিক্রি করলেন কল্যাণ।

কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কয়েকদিন আগে সংসদ চত্বরে তিনি কার্যত জগদীপ ধনখড়কে নিয়ে এমন নকল করেছিলেন যে তাকে ঘিরে রীতিমতো বিতর্ক দানা বাঁধে।

সেদিন তিনি ঠিক কী করেছিলেন?

সেদিন সাংসদদের বরখাস্তের প্রতিবাদে পার্লামেন্ট চত্বরে অবস্থান করছিলেন বিরোধীরা। সেখানেই জগদীপ ধনখড়কে নকল করে নানা অঙ্গভঙ্গি করছিলেন কল্যাণ। সেটা আবার মোবাইলে ভিডিয়ো করেন রাহুল গান্ধী। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সংক্রান্ত ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় নানা রকম অঙ্গভঙ্গি করছেন। রীতিমতো হাত তুলে তিনি জগদীপ ধনখড়ের নকল করছেন। আর সেটা দেখে হাসিতে ফেটে পড়ছেন অন্যান্য সাংসদরা।

এদিকে নেটমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। এক নেটিজেন লিখেছেন, ভারতের উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করা হচ্ছে। এর থেকে লজ্জার আর কী হতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মিমিক্রি করছেন আর রাহুল গান্ধী তার ভিডিয়ো করছেন।

তারপর নানা বিতর্ক দানা বাঁধলেও ফের মিমিক্রি করলেন কল্যাণ।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here