Home আপডেট Karnataka Election Result Live: কর্ণাটকে ম্যাজিক ফিগার ছাড়াল কংগ্রেস, ভোট শতাংশ ধরে রেখেও হারছে BJP

Karnataka Election Result Live: কর্ণাটকে ম্যাজিক ফিগার ছাড়াল কংগ্রেস, ভোট শতাংশ ধরে রেখেও হারছে BJP

Karnataka Election Result Live: কর্ণাটকে ম্যাজিক ফিগার ছাড়াল কংগ্রেস, ভোট শতাংশ ধরে রেখেও হারছে BJP

গত ১০ তারিখ কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা নির্বাচন। আজকে সেই রাজ্যে ভোট গণনা হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হতেই প্রায় সব বুথ ফেরৎ সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রেখেছিল নির্বাচনে। তবে ত্রিশঙ্কু বিধানসভার আভাসও মিলেছিল সেই সমীক্ষায়। আজ সারাদিন কর্ণাটক নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট জানুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

13 May 2023, 11:54:17 AM IST
৮০০ ভোটে পিছিয়ে সিটি রবি
চিকমাগালুর থেকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি পিছিয়ে মাত্র ৮০০ ভোটে।

13 May 2023, 11:51:55 AM IST
দু’টি আসনে ভোটের ব্যবধান মাত্র ১০০
বেশ কয়েকটি আসনে ভোটের ব্যবধান ১০০০-এরও কম। এর মধ্যে দু’টি আসনে ভোটের ব্যবধান ১০০-র কিছু বেশি। এর মধ্যে একটিতে এগিয়ে কংগ্রেস, অপরটিতে বিজেপি।

13 May 2023, 11:49:47 AM IST
৮ জন মন্ত্রী পিছিয়ে
কর্ণাটকের বিদায়ী বিজেপি সরকারের ৮ জন মন্ত্রী নিজেদের আসন থেকে পিছিয়ে আছেন বলে জানা গিয়েছে।

13 May 2023, 11:49:03 AM IST
আরও এগিয়ে চলেছে কংগ্রেস
কংগ্রেস এখন ১১৯টি আসনে এগিয়ে কর্ণাটকে। বিজেপি ৭৫-এ দাঁড়িয়ে। এদিকে জেডিএস-এর আসন সংখ্যা কমে ২৩-এ গিয়ে ঠেকেছে।

13 May 2023, 11:35:53 AM IST
চলতি শতাব্দীতে কংগ্রেসের নয়া রেকর্ড কর্ণাটকে
জনতা দল ভেঙে জেডিএস তৈরি হয় ১৯৯৯ সালে। ১৯৯৯ সালে প্রথমবারের মতো কর্ণাটকের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জনতা দল সেকুলার। এরপরের নির্বাচন থেকেই আর কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। বিস্তারিত পড়ুন এখানে

13 May 2023, 11:34:09 AM IST
কীভাবে কংগ্রেস বাজিমাত করল কর্ণাটকে?
সকাল সাড়ে ১১টা পর্যন্ত কর্ণাটকের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ১১৮টি আসনে এগিয়ে কংগ্রেস। এই রাজ্যে ম্যাজিক ফিগার ১১৩টি আসনে। এদিকে দেখা গিয়েছে, গতবারের ১০৪টি আসনের থেকে এবার অনেকটাই পিছিয়ে গেরুয়া শিবির। তবে ভোট শতাংশের নিরিখে আগের বারের হার ধরে রেখেছে গেরুয়া শিবির। তাহলে কীভাবে কংগ্রেস এগিয়ে গেল? জানতে ক্লিক করুন এখানে

13 May 2023, 11:29:34 AM IST
কংগ্রেস ১১৮টি আসনে এগিয়ে রয়েছে
কংগ্রেস ১১৮টি আসনে এগিয়ে রয়েছে কর্ণাটকে। জেডিএস এগিয়ে ২৫টি আসনে। বিজেপি আপাতত এগিয়ে ৭৩টি আসনে।

13 May 2023, 10:54:58 AM IST
ম্যাজিক ফিগার পার করল কংগ্রেস
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১৪টি আসনে এগিয়ে পড়েছে কংগ্রেস। এই শতাব্দীতে এই প্রথম কোনও দল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে কোনও দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here