Home আপডেট Katwa: বরকে নিতে এল না কনের বাড়ির কেউ, থানায় গিয়ে প্রতারণার অভিযোগ করলেন পাত্র

Katwa: বরকে নিতে এল না কনের বাড়ির কেউ, থানায় গিয়ে প্রতারণার অভিযোগ করলেন পাত্র

Katwa: বরকে নিতে এল না কনের বাড়ির কেউ, থানায় গিয়ে প্রতারণার অভিযোগ করলেন পাত্র

[ad_1]

বিয়ে করার নামে ডেকে নিয়ে প্রতারণার অভিযোগ করলেন এক যুবক। ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ার। নয়ন ঘোষ নামে ওই যুবকের অভিযোগ, কন্যাপক্ষের তরফে কাটোয়া ফেরিঘাটে পৌঁছে ফোন করতে বলা হয়েছিল। ৩ ঘণ্টা কেটে যাওয়ার পরেও হাজির হননি কেউ।

পেশায় স্বর্ণকার নয়নবাবু রাজস্থানের জয়পুর প্রবাসী। বাড়ি নদিয়ার কালীগঞ্জের বালিয়াডাঙায়। এক সহকর্মীর মাধ্যমে বর্ধমান শহরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। দিন কয়েক পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। ঠিক হয় কাটোয়ায় এক আত্মীয়ের বাড়িতে তাঁদের বিয়ে হবে। তবে আত্মীয়ের বাড়ি চিনতেন না নয়নবাবু।

রবিবার রাতে বরবেশে জনা পনেরো বরযাত্রী নিয়ে ভাগীরথি পেরিয়ে কাটোয়া ঘাটে হাজির হন নয়নবাবু। সেখানে গিয়ে কাউকে দেখতে না পেরে তরুণীর এক আত্মীয়কে ফোন করেন তিনি। জবাবে তিনি জানান, এক্ষুণি লোক যাচ্ছে। শুরু হয় অপেক্ষা। এর পর যত বারই ফোন করা হয়েছে প্রতিবারই এসেছে একই উত্তর। বেশ কিছুক্ষণ পর কনেসহ কন্যাপক্ষের সমস্ত ফোন বন্ধ হয়ে যায়। প্রবল শীতে কাটোয়া ফেরিঘাটে প্রায় ৩ ঘণ্টা বসে থাকার পর বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।

এর পর কাটোয়া থানার দ্বারস্থ হন তিনি। তরুণীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তরুণী কেন এমন করলেন সেব্যাপের নিশ্চিত নন নয়নবাবু।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here