Home খেলাধুলো ৩ দিনেই ইডেন থেকে ৬ পয়েন্ট নিয়ে ফিরছে কেরল

৩ দিনেই ইডেন থেকে ৬ পয়েন্ট নিয়ে ফিরছে কেরল

৩ দিনেই ইডেন থেকে ৬ পয়েন্ট নিয়ে ফিরছে কেরল

১৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল বাংলা৷ ৩য় দিনের শুরুতে সন্দীপ ওয়ারিয়ারের বাউন্সারে আউট ড়ন অভিষেক রামন৷ দুই উইকেট হারিয়ে বাংলার স্কোরবোর্ডে রান ২৬৷ সেই অবস্থা থেকে বাংলাকে টানেন মনোজ৷
লাঞ্চের আগে সুদীপ চট্টপাধ্যায়ের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন মনোজ ।
লাঞ্চের পরেই মনোজের ইনিংস থামল ৭৫ বলে ৬২ রান করে ৷ সন্দীপ ওয়ারিয়ারের ইনসুইংয়ে বোল্ড হন মনোজ ৷ বাংলার স্কোর ১১৫/৩ থেকে সুদীপ চ্যাটার্জির (৩৯ রান) উইকেট হারিয়ে এক লহমায় ১২২/৪ হয়ে যায়। ফের সন্দীপের বলে আউট হন সুদীপ। ঋত্বিক চট্টোপাধ্যায় মাত্র ১ রানে আউট হওয়াতে স্কোরবোর্ডে রান ১২৭/৫৷ শেষমেষ ১৮৪ রানেই গুটিয়ে যায় বাংলার ২য় ইনিংস।
সন্দীপ ওয়ারিয়রের পাঁচ উইকেটে ভর করে বাংলাকে ইডেনের বুকে হারিয়ে দিল কেরল । ঘরের মাঠে তিনদিনেই কেরলের বিরুদ্ধে ম্যাচ হারল মনোজরা। ইডেন থেকে ছয় পয়েন্ট তুলে নিয়ে গেল কেরল। বাংলাকে নয় উইকেটে হারাল কেরল।
দ্বিতীয় ইনিংসে বাংলার ইনিংস শেষ হয় ১৮৪ রানে।কেরলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১ রান। ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেরল। জলজ সাক্সেনার উইকেট না হারালে বোনাস পয়েন্টও পেতে পারত কেরল।
৩ ম্যাচে মনোজদের পয়েন্ট ৬। অন্যদিকে ৩ ম্যাচে কেরলের পয়েন্ট ১৩।