Home আপডেট Khandaghosh: রাইস মিলের জলে ধানের সলিল সমাধির আশঙ্কা, পথ অবরোধ করলেন চাষিরা

Khandaghosh: রাইস মিলের জলে ধানের সলিল সমাধির আশঙ্কা, পথ অবরোধ করলেন চাষিরা

Khandaghosh: রাইস মিলের জলে ধানের সলিল সমাধির আশঙ্কা, পথ অবরোধ করলেন চাষিরা

[ad_1]

অসময়ের বৃষ্টি জলের নীচে ধানগাছ। তার ওপরে রাইল মিলের ছাই মেশানো জল ঢুকছে মাঠে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে নিকাশি নালা। বড়সড় ক্ষতির আশঙ্কায় পর পর চালকলে তালা ঝুলিয়ে পথ অবরোধ শুরু করলেন চাষিরা। শনিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈয়ড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলেও মাঠের ধান ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কিত চাষিরা।

চাষিদের অভিযোগ, খণ্ডঘোষের মোগোলমারি – বোঁয়াইচন্ডী রোড এর উপর শংকরপুর ও তোরকোনা এলাকায় পর পর চালকল হয়েছে। কিন্তু সেখানে নেই কোনও নিকাশি ব্যবস্থা। চালকলের ছাই মেশানো জল এসে ঢুকছে মাঠে ও নালায়। তাতে নালা বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে চলতি সপ্তাহে হওয়া বৃষ্টির জল মাঠ থেকে বেরোতে পারছে না। জলের নীচে অন্তত ৫০০ বিঘা জমির ধান।

শনিবার নিকাশি ব্যবস্থা সাফাই ও চালকলের জল মাঠে ঢোকা বন্ধ করার দাবিতে পর পর চালকলে তালা ঝুলিয়ে দেন চাষিরা। এর পর শুরু হয় পথ অবরোধ। বেশ কিছুক্ষণ পর পুলিশ পৌঁছে চাষিদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। তার পর ওঠে অবরোধ।

এক চাষি বলেন, চালকলের জলে নিকাশি বন্ধ হয়ে যাওয়ায় মাঠের জল বেরোচ্ছে না। মাঠেই ধান পচে যাচ্ছে। ২ বছর আগেও একই জিনিস হয়েছিল। সেবার তাও কিছু ধান ঘরে তুলতে পেরেছিলাম। এবার কিছুই পারব না।

চাষিরা জানিয়েছেন, মিল মালিকদের সঙ্গে স্থানীয় চাষিদের বৈঠকের ব্যবস্থা করবে বলে কথা দিয়েছে পুলিশ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here