Home আপডেট KMC salary hike: বেতন বেড়েছে বিধায়কদের, এবার কাউন্সিলরদেরও বৃদ্ধির দাবি কংগ্রেসের

KMC salary hike: বেতন বেড়েছে বিধায়কদের, এবার কাউন্সিলরদেরও বৃদ্ধির দাবি কংগ্রেসের

KMC salary hike: বেতন বেড়েছে বিধায়কদের, এবার কাউন্সিলরদেরও বৃদ্ধির দাবি কংগ্রেসের

[ad_1]

সদ্য বেতন বেড়েছে বিধায়কদের। এবার কাউন্সিলারদের বেতন বাড়নোর দাবি উঠল কলকাতা পুরসভায়। মাসিক অধিবেশনে বেতন বৃদ্ধির দাবি তুললেন কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। তবে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভার আর্থিক অবস্থা ফিরলেই বেতন বাড়বে কাউন্সিলদের।

এদিন অধিবেশনে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক জানতে চান,’রাজ্যে বিধায়কদের বেতন বৃদ্ধি হয়েছে। এই প্রেক্ষিতে কলকাতা পুরসভার প্রতিনিধিদের ভাতা বৃদ্ধি নিয়ে কী প্রস্তাব?’

জবাবে মেয়র বলেন, ‘উনি শুধু নিজের জন্য নয় সবার জন্য বলছেন। চার বছর আগেও কাউন্সিলরদের মাইনে ছিল ৪ হাজার টাকার কিছু বেশি। সেই বেতন ২০১৯ সালে ১০ হাজার টাকা করা হয়েছে।’ এর পর তিনি কাউন্সিলরদের অনুরোধ করেন, ‘পুরসভার আর্থিক অবস্থা একটু ভাল হতে দিন।’

(পড়ুন। দুয়ারে সরকারের প্রথম দিনেই রেকর্ড ভিড়, পরিযায়ীদের আবেদনে শীর্ষে শুভেন্দুর জেলা) 

মেয়র জানান পুরকর্মীদের বেতন, অবসর ভাতা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি জানি, আজকের দিনে ১০ হাজার টাকা কিছুই না। তবে কাউন্সিলরদের মাইনে বাড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি কর্মচারীর বেতন, পেনশন। আগের থেকে পুরসভার আর্থিক পরিস্থিতি অনেকটাই ভাল। আরেকটু ভাল হোক, তারপর নিশ্চিতভাবে কাউন্সিলরদের মাইনেও বাড়বে।’ মেয়রের এই বক্তব্যকে শাসক-বিরোধী দুপক্ষই সমর্থন জানান টেবিল চাপড়ে।

(পড়ুন: গঙ্গার জলের নীচে থাকবে জাল, ডুবে গেলেও বাঁচা যাবে বেলুন ধরে, বড় উদ্যোগ পুলিশের) 

প্রসঙ্গত, রাজ্যের কোনও কাউন্সিলরদের পেনশনের কোনও ব্যবস্থা নেই। সেই প্রসঙ্গ উত্থাপন করে কংগ্রেস কাউন্সিলর পেনশন চালুরও দাবি করেন। এর জবাবে মেয়র জানিয়েছেন, ‘কাউন্সিলরদের পেনশনের ব্যবস্থা এখানে নেই। তাই এ নিয়ে নতুন করে কিছু বলতে চাই না।’

সম্প্রতি বেতন বৃদ্ধি হয়েছে বিধায়কদের। এতদিন তাঁরা বেতন ভাতা মিলিয়ে পেতেন, ৮১ হাজার টাকা। প্রতি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে। বর্তমানে তারা পান ১ লক্ষ ২১ টাকার। একেই উদাহরণ হিসাবে কংগ্রেস কাউন্সিলর তুলে ধরেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here