Home আপডেট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের চেয়ারম্যান পদে পরিচালক রাজ চক্রবর্তী

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের চেয়ারম্যান পদে পরিচালক রাজ চক্রবর্তী

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের চেয়ারম্যান পদে পরিচালক রাজ চক্রবর্তী

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের কমিটিতে বড় রদবদল। চেয়ারম্যানের পদে এলেন পরিচালক রাজ চক্রবর্তী। ৯ অগস্ট রাজ্যের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ বছরের অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটির সদস্য ও এগজিকিউটিভ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই চোখে পড়ে এই বিরাট চমক।

শুক্রবার ৯ অগস্ট ২৫ তম কলকাতা চলচ্চিত্র উত্‍সবের অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটির যে তালিকা প্রকাশ করা হয় সেখানে রয়েছে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের নাম। এ বছরের অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটিতে প্রসেনজিত্‍ ছাড়াও রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ও অরিন্দম শীল।

এই বছর উত্‍সব কমিটির চেয়ারম্যানের পদে থাকবেন পরিচালক রাজ চক্রবর্তী ও সহ-চেয়ারম্যানের পদে ইন্দ্রনীল সেন। কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

উল্লেখ্য, দিন কয়েক আগেই টলিপাড়ায় একটি জল্পনা শোনা যায় যে মুকুল রায়ের সঙ্গে সাম্প্রতিক ঘনিষ্ঠতার জন্য কলকাতা চলচ্চিত্র উত্‍সবের চেয়ারম্যানের পদ থেকে বাদ পড়তে পারেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। অভিনেতা ও প্রযোজকের ঘনিষ্ঠ সূত্র অবশ্য এই ঘনিষ্ঠতার বিষয়টি নাকচ করে দেয়। মুকুল রায়ের সঙ্গে প্রসেনজিতের সাক্ষাত্‍ ও কথোপকথন নেহাতই সৌজন্যমূলক ছিল, এমন কথাই জানানো হয় ঘনিষ্ঠ সূত্রে।