Home আপডেট Kolkata Hope 2024: মেট্রো সম্প্রসারণ থেকে স্কাইওয়াক, স্বপ্নপূরণের ২০২৪, জানুন কী কী পাচ্ছে কলকাতা?

Kolkata Hope 2024: মেট্রো সম্প্রসারণ থেকে স্কাইওয়াক, স্বপ্নপূরণের ২০২৪, জানুন কী কী পাচ্ছে কলকাতা?

Kolkata Hope 2024: মেট্রো সম্প্রসারণ থেকে স্কাইওয়াক, স্বপ্নপূরণের ২০২৪, জানুন কী কী পাচ্ছে কলকাতা?

[ad_1]

নতুন বছর তো এসে গেল। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে এসেছে ২০২৪। 

কলকাতা মেট্রো

তবে এবার কলকাতা মেট্রোতে ঠিক কী ধরনের প্রকল্প সামনে আসছে তা নিয়ে আগ্রহ অনেকেরই। প্রথমেই দেখা যাক গ্রিন লাইন অথবা ইস্ট-ওয়েস্ট মেট্রোর কথা। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই লাইন। আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই গ্রিন লাইন শেষ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই মেট্রোর কর্তারা দফায় দফায় এই লাইনের কাজ কতদূর হয়েছে তা পরিদর্শন করেছেন। কোথাও যাতে সমস্যা না হয় সেটা দেখা হয়েছে। গঙ্গার নীচে দিয়ে হবে এই মেট্রো।

গ্রিন লাইন মেট্রোর শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৭.২ কিমি অংশ শেষ হতে পারে ২০২৪ সালের জুন মাসে। 

অরেঞ্জ  লাইন ফেজ ১ নিউ গরিয়া থেকে রুবি পর্যন্ত অংশটি মানে ৫.৪ কিমি অংশটি ২০২৪ সালের জানুয়ারি মাসে শেষ হওয়ার কথা।

অরেঞ্জ লাইন ফেজ ২ নিউ গরিয়া থেকে মেট্রোপলিটান লাইন চলতি বছরের মার্চ মাসে শেষ হতে পারে। তারাতলা মাঝেরহাট পার্পল লাইন শেষ হতে পারে জানুয়ারি মাসে। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।

এতো গেল মেট্রোর কথা।  ধাপা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট শুরু হতে পারে ২০২৪ সালেই।

গরিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও এই বছরই শুরু হতে পারে।

বিমানবন্দর

২০২৪ সালে কলকাতা বিমানবন্দরটির কিছুটা সম্প্রসারণ হতে পারে। টার্মিনাল বিল্ডিংয়ের সম্প্রসারণের জন্য ১৩০ কোটি টাকা খরচ হতে পারে।

এছাড়াও বিমানবন্দরের নানা পরিকাঠামোগত উন্নয়ন হতে পারে। 

স্কাইওয়াক

২০১৯ সালে কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়। ১০০ কোটির প্রকল্প। সেটা ২০২৪ সালের মে মাসে শেষ হতে পারে।

স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প

কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে পরিকাঠামোর বৃদ্ধি করা হচ্ছে। 

কলকাতার গণপরিবহন

কলকাতায় বহু পুরনো বাসকে এবার সরিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গায় নতুন বাস নিয়ে আসা হবে কিছু ক্ষেত্রে। আরও বেশি করে ইলেকট্রিক বাস রাস্তায় নামানো হবে। 

আবহাওয়ার পূ্র্বাভাস সংক্রান্ত পরিকাঠামো উন্নয়ন 

দুটি ব্রান্ড নিউ ডপলার ওয়েদার রাডার আনা হবে এই বছরই। এটা মালদা ও ডায়মন্ডহারবারে এটা হবে। 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here