Home আপডেট Kolkata Metro: গঙ্গার নীচে মেট্রো, সত্যিই কি বাজবে অরিজিৎ সিংয়ের গান? আসল কথাটা জানুন

Kolkata Metro: গঙ্গার নীচে মেট্রো, সত্যিই কি বাজবে অরিজিৎ সিংয়ের গান? আসল কথাটা জানুন

Kolkata Metro: গঙ্গার নীচে মেট্রো, সত্যিই কি বাজবে অরিজিৎ সিংয়ের গান? আসল কথাটা জানুন

[ad_1]

কলকাতা মেট্রো। যানজটে আটকে থাকার দুর্ভোগ নেই। কলকাতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দ্রুত পৌঁছে যাওয়া যায়। কিন্তু এবার কলকাতা মেট্রোর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে গঙ্গার নীচে দিয়ে মেট্রো সফর। রোজ হয়তো হাওড়া ব্রিজ টপকে অফিস যেতে হয় আপনাকে? ভিড় বাসের রোজকার ঝামেলা। তবে গঙ্গার নীচে দিয়ে মেট্রো চালু হলে রোজই মন ভালো করা অভিজ্ঞতা হবে আপনার। কিন্তু সত্যিই কি অরিজিতের গান বাজবে মেট্রো পথে?

ইতিমধ্য়েই নানা মহল থেকে দাবি করা হচ্ছিল, গঙ্গার নীচে দিয়ে মেট্রো যাওয়ার সময় এক অদ্ভূত সুন্দর পরিবেশ তৈরি করা হবে। আর সেই পথে বাড়তি সংযোজন হচ্ছে অরিজিৎ সিংয়ের গান। সূত্রের খবর, মেট্রো গঙ্গার নীচে আসতেই বেজে উঠবে হর হর গঙ্গে গান। অরিজিৎ সিংয়ের গাওয়া সেই বিখ্য়াত গান শোনা যাবে মেট্রো পথে। বাত্তি গুল মিটার চালু ছবির গান এটি। সেই ছবিতেই গান গেয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। আর সেই গানই শোনা যাবে এবার মেট্রো পথে। হর হর গঙ্গে গানের সেই ভুবন ভোলানো সুর বাজবে মেট্রোতে। অফিস থেকে ফিরবেন যখন এই পথে তখন সারাদিনের ক্লান্তি দূর করে দেবে এই গান।

কিন্তু নাহ তেমনটা হচ্ছে না।

গঙ্গার নীচে দিয়ে যাওয়ার অন্যরকম একটা অভিজ্ঞতা তো হবেই কিন্তু বাস্তবটা হল এমন কোনও গান বাজবে না মেট্রো পথে। আসলে একটা রিলসকে ঘিরে যাবতীয় বিভ্রান্তি ছড়িয়েছিল। সেখানে অরিজিতের গলায় গান ছিল। আর সেটা দেখেই অনেকে ভেবেছিলেন হয়তো গঙ্গার নীচে দিয়ে যাওয়ার সময় অরিজিতের গান বাজবে। তবে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এটা কেবলমাত্র রিলস। বাস্তবে অরিজিতের গান বাজবে তেমনটা ভাববেন না। কোনও গান বা মিউজিক বাজবে না গঙ্গার নীচে দিয়ে মেট্রো যাওয়ার সময়। 

আসলে রিলসে নীল রঙের প্রাবল্য় ছিল। সেটা দেখেই অনেকে ভেবেছিলেন হয়তো গঙ্গার নীচে দিয়ে যাওয়ার সময়ও এমনই অভিজ্ঞতা হবে। 

সূত্রের খবর, সব মিলিয়ে ৫২০ মিটার পথ যেতে হবে এই গঙ্গার নীচে দিয়েই। চোখের নিমেষে পেরিয়ে যাবে এই পথ। 

কলকাতা মেট্রোর ক্ষেত্রে অন্য়তম বড় আকর্ষণের বিষয় হল গঙ্গার নীচে দিয়ে মেট্রো। গোটা দেশ অপেক্ষা করে আছে এই দিনটার জন্য। ইতিমধ্য়েই গঙ্গার নীচে দিয়ে মেট্রো চালানের মহড়া হয়ে গিয়েছে। এবার কবে সেই রুটে মেট্রো চলবে তারই দিন গুনছেন সাধারণ মানুষ।
এদিকে গত বছরের বছরের শেষ দিন ৩১ শে ডিসেম্বর। সেই দিনই মেট্রোর জেনারেল ম্য়ানেজার পি উদয় কুমার রেড্ডি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর পরিদর্শন করেছিলেন। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন। এদিকে তাঁরা মেট্রো রেলের গ্রিন লাইনের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here