Home আপডেট Kolkata Municipal Corporation: চলতি অর্থবর্ষে কলকাতা পুরসভায় যুক্ত হল ১৪৬ বিঘা জমি

Kolkata Municipal Corporation: চলতি অর্থবর্ষে কলকাতা পুরসভায় যুক্ত হল ১৪৬ বিঘা জমি

Kolkata Municipal Corporation: চলতি অর্থবর্ষে কলকাতা পুরসভায় যুক্ত হল ১৪৬ বিঘা জমি

[ad_1]

কলকাতা পুরসভার অধীনে সংযোজন হল ১৪৬ বিঘা জমি। এই জমিগুলি কেএমডিএ অথবা বিএলআরও’র অধীনে ছিল। আবার কিছু জমি দানের মাধ্যমে পেয়েছে কলকাতা পুরসভা। সব মিলিয়ে ৬টি ওয়ার্ডে এই জমিগুলি রয়েছে। চলতি অর্থবছরে সেই সমস্ত জমিগুলি কলকাতা পুরসভাকে হস্তান্তর করা হয়েছে। নির্দিষ্ট সময় অন্তর এই সমস্ত স্থাবর সম্পত্তির তালিকা পরিবর্তন করার প্রয়োজন হয়। ফলে এই সংযোজন ধারাবাহিক বলে মনে করছেন কলকাতা পুরসভার আধিকারিকরা।

আরও পড়ুন: বিভ্রান্তি এড়াতে পদক্ষেপ, শীর্ষ আধিকারিকদের কাজের ক্ষেত্র নির্দিষ্ট করে দিল KMC

যে ৬টি ওয়ার্ডে জমিগুলি রয়েছে সেগুলি হল ৫৯, ৯০, ১২৫, ১২৬, ১৪০ এবং ১৪২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডগুলিতে সব মিলিয়ে ১৪৬ বিঘা জমি রয়েছে। যার মধ্যে সর্বাধিক হল ১২১ বিঘা জমি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই জমিটি ১৪০ নম্বর ওয়ার্ডে অবস্থিত। আগে এই জমিটি বিএলআরওর অধীনে ছিল। তবে সেটি এবার থেকে কলকাতা পুরসভার অধীনে রয়েছে। এরপরে সবচেয়ে বেশি জমির রয়েছে ১৪২ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে রয়েছে ১০.৪ বিঘা জমি। ১২৬ নম্বর ওয়ার্ডে রয়েছে ৯. ৪৭ বিঘা জমি। এর মধ্যে ৩ কাটা জমি এসেছে দানের মাধ্যমে। ৯০ নম্বর ওয়ার্ডে রয়েছে ৩ বিঘা জমি। এছাড়া অন্যান্য ওয়ার্ডগুলির মধ্যে ৫৯ নম্বর ওয়ার্ডে ২.২৫ কাটা জমি এবং ১২৫ নম্বর ওয়ার্ডে ২.২২ কাটা জমি দানের মাধ্যমে এসেছে।

পুর আধিকারিকেরা জানিয়েছেন, অনেক সময় স্থাবর সম্পত্তির তালিকায় থেকে যায়। সেগুলি সংশোধনের প্রয়োজন হয়। কীভাবে তালিকা তৈরি করতে হয় সেই সংক্রান্ত নিয়মের কথা উল্লেখ রয়েছে ১৯৮০ সালের কলকাতা পুর আইনের ৫৪০ নম্বর ধারায়। সেই নিয়ম অনুযায়ী তালিকা তৈরির দায়িত্ব হল কলকাতা পুর কমিশনারের। নিয়মে বলা রয়েছে, তালিকা পরিবর্তন হলে পুর কমিশনার পরিবর্তন হওয়া জমির তালিকা প্রকাশ করে মেয়র পারিষদে জমা দেবেন। প্রসঙ্গত, পুরসভার অধীনে আসা এই জমিগুলির দাম কতটা তা এখনও নির্ধারণ করা হয়নি। ওই জমিগুলির পূর্ববর্তী দাম নথিভুক্ত রয়েছে। সেক্ষেত্রে জমিগুলির বর্তমান দাম কত হবে তা খতিয়ে দেখে নির্ধারণ করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। নিজেদের প্রয়োজনে এই সমস্ত জমি ব্যবহার করবে কলকাতা পুরসভা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here