Home আপডেট বন্ধন ব্যাঙ্কের সঙ্গে কলকাতা মেট্রোর মেলবন্ধন……

বন্ধন ব্যাঙ্কের সঙ্গে কলকাতা মেট্রোর মেলবন্ধন……

বন্ধন ব্যাঙ্কের সঙ্গে কলকাতা মেট্রোর মেলবন্ধন……

কলকাতার লাইফ লাইন কলকাতা মেট্রো। করোনা কালে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের চালু হয়েছে কলকাতা মেট্রো। এবার কলকাতার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হল কলকাতার আর ও এক ঐতিহ্য‌। বন্ধন ব্যাঙ্ক এবার কলকাতাবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত হল এক নতুন পথে ।

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য ইস্যু করা স্মার্ট কার্ডে এবার থেকে বন্ধন ব্যাঙ্কের লোগো থাকবে । চল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম, কলকাতা মেট্রো কোন কর্পোরেট ব্র্যান্ডের সঙ্গে মেলবন্ধন ঘটাল। এর ফলে মেট্রোর বিপুল ব্যবহারকারীদের মধ্যে নিজেদেরকে পৌঁছে দেওয়ার সুযোগ পাবে বন্ধন।এমন সুযোগ এর আগে কোন ব্র্যান্ড পায়নি। প্রসঙ্গত কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল ১৯৮৪ সালে। যা এখন শহরের নিত্যযাত্রীদের মেরুদণ্ডে পরিনত হয়েছে। বন্ধন ব্যাঙ্কও ২০১৫ সালে পথচলা শুরু করে এখন বিপুল মানুষের জীবনের অঙ্গ‌। প্রসঙ্গত বন্ধন ব্যাঙ্ক স্বাধীনতার পর পূর্ব ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক। কলকাতার দুই প্রসিদ্ধ প্রতিষ্ঠান একে অপরের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে মেলবন্ধন ঘটাল। যা শহরের জন্য উল্লেখযোগ্য ঘটনা। প্রসঙ্গত কলকাতা মেট্রো প্রথম স্মার্ট কার্ড চালু করেছিল ২০১১ সালে। এখন প্রায় ৫ লক্ষ লোক রোজকার যাতায়াতের জন্য মেট্রো স্মার্ট কার্ড ব্যবহার করেন।

অনুষ্ঠান উপলক্ষে চন্দ্রশেখর ঘোষ (ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, বন্ধন ব্যাঙ্ক) বলেন ‘কলকাতা মেট্রোর সঙ্গী হতে পেরে সৌভাগ্যবান মনে করছি। কলকাতার প্রত্যেকটি নাগরিক এই মেট্রো নিয়ে গর্বিত, দেশের প্রথম মেট্রো এবং ‘সিটি অফ জয়’ এর প্রাণ। বন্ধন ব্যাঙ্কেরও এই মাটিতেই জন্ম । আমি নিশ্চিত এই শহরের নাগরিকরা তাঁদের দুই প্রিয় ব্র্যান্ডের জুটি বাঁধার খবর পেয়ে খুশি হবেন। ‘