Home আপডেট Krishnagar: গ্যাসের সঙ্গে আধার লিংক করাতে ২০০ টাকা করে নেওয়ায় অভিযুক্ত মন্ত্রীর স্ত্রী

Krishnagar: গ্যাসের সঙ্গে আধার লিংক করাতে ২০০ টাকা করে নেওয়ায় অভিযুক্ত মন্ত্রীর স্ত্রী

Krishnagar: গ্যাসের সঙ্গে আধার লিংক করাতে ২০০ টাকা করে নেওয়ায় অভিযুক্ত মন্ত্রীর স্ত্রী

[ad_1]

রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগের মধ্যেই এবার মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে গ্যাসের সংযোগের সঙ্গে আধার লিংক করার নামে তোলাবাজির অভিযোগ। ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের। অভিযুক্ত রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস। অভিযোগ অস্বীকার করে সোমাদেবী জানিয়েছেন, সুরক্ষার জন্য নতুন গ্যাসের পাইপ দেওয়া হচ্ছে। তার দাম ২০০ টাকা।

কৃষ্ণনগর শহরের ষষ্ঠীতলায় রয়েছে সোমাদেবীর নামে গ্যাসের ডিলারশিপ। চূর্ণি গ্যাস সার্ভিস নামে সেই দোকানের সামনে বুধবার বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, গ্যাসের সংযোগের সঙ্গে আধার নম্বর লিংক করাতে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। পরিবর্তে দেওয়া হচ্ছে একটি করে পাইপ। যাদের পাইপ প্রয়োজন নেই তাদেরও বাধ্য করা হচ্ছে।

এই নিয়ে গ্রাহকদের সঙ্গে ডিলারশিপের কর্মীদের বিবাদ বেঁধে যায়। কেন অকারণে ২০০ টাকা খরচ করবেন সেই প্রশ্ন তোলেন গ্রাহকরা। টাকা নিয়ে রসিদ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা। বিক্ষোভ থামাতে মন্ত্রীর স্ত্রী নিজে প্রকাশ্যে এলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গ্রাহকদের রীতিমতো ধমকাতে থাকেন তিনি। পাইপ নিতেই হবে বলে জানিয়ে দেন।

গ্রাহকদের অভিযোগ, গ্যাসের সঙ্গে আধার লিংক করাতে কোথাও কোনও টাকা নেওয়া হচ্ছে না। শুধুমাত্র সোমা বিশ্বাসের ডিলারশিপেই টাকা দিতে বাধ্য করা হচ্ছে।

সাংবাদিকদের সোমাদেবী বলেন, ‘ইন্ডিয়ান অয়েল থেকেই এই পাইপগুলি গ্রাহকদের দিতে বলা হয়েছে। এখানকার মানুষ সচেতন নয়। দুর্ঘটনা ঘটলে তাদের হুঁশ ফেরে। তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে।’ পালটা গ্রাহকরা জানিয়েছন ইন্ডিয়ান অয়েলে ফোন করে অভিযোগ জানাবেন তাঁরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here