Home আপডেট Kulpi: প্রধানমন্ত্রী গ্রাম সড়কে খারাপ সামগ্রী ব্যবহারের অভিযোগ, মানলেন পঞ্চায়েত প্রধান

Kulpi: প্রধানমন্ত্রী গ্রাম সড়কে খারাপ সামগ্রী ব্যবহারের অভিযোগ, মানলেন পঞ্চায়েত প্রধান

Kulpi: প্রধানমন্ত্রী গ্রাম সড়কে খারাপ সামগ্রী ব্যবহারের অভিযোগ, মানলেন পঞ্চায়েত প্রধান

[ad_1]

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে রাস্তা তৈরির জন্য কেন্দ্রীয় বরাদ্দ নয়ছয়ের অভিযোগ তুলে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ওদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তুলে ধরেছেন রাস্তার বকেয়া বরাদ্দের বিষয়টিও। আর মুখ্যমন্ত্রী যখন দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রীর কাছে রাস্তা তৈরির বকেয়া পরিশোধের দাবি জানাচ্ছেন তখন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাস্তা তৈরির ২৪ ঘণ্টার মধ্যে উঠে আসছে পিচ ও স্টোন চিপ।

কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে দামোদরপুর – রাঙাতলা পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে তৈরি হয়েছে পাকা রাস্তা। প্রায় ৫১ লক্ষ টাকা বরাদ্দ করা হয় ওই রাস্তা নির্মাণের জন্য। মঙ্গলবার শেষ হয়েছে রাস্তা তৈরির কাজ। স্থানীয়দের অভিযোগ, হাত দিয়ে টানলেই রাস্তা থেকে পিচ ও স্টোন চিপ উঠে আসছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করাতেই এই পরিণতি বলে দাবি তাঁদের।

গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত প্রধান অভিজিৎ বৈরাগী। তিনি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করেছেন ঠিকাদার। আমরা ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। স্থানীয় বিধায়কও এজন্য ঠিকাদারকে দায়ী করেছেন।

যদিও বিজেপির দাবি, তৃণমূলকে কাটমানি দিয়ে রাস্তা তৈরি করে মুনাফা রাখলে গেলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা ছাড়া গতি নেই ঠিকাদারের। রাস্তা তৈরিতে ঠিকাদারের কাছ থেকে ২০ – ২৫ শতাংশ কাটমানি নেওয়া হয়েছে বলে দাবি তাদের। এব্যাপারে অভিযুক্ত ঠিকাদারের সন্ধান পাওয়া যায়নি।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here