Home আপডেট Kunal Ghosh: ‘নিজের এলাকা সামলান’, দ্বন্দ্বে ইতি টানতে অর্জুনকে কড়া বার্তা কুণালের

Kunal Ghosh: ‘নিজের এলাকা সামলান’, দ্বন্দ্বে ইতি টানতে অর্জুনকে কড়া বার্তা কুণালের

Kunal Ghosh: ‘নিজের এলাকা সামলান’, দ্বন্দ্বে ইতি টানতে অর্জুনকে কড়া বার্তা কুণালের

[ad_1]

অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম বিতর্কে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। কার্যত পরামর্শের ভঙ্গিতে অজুর্নকে সতর্ক করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল। ব্যারাকপুরের সাংসদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘আগে দল ছাড়ার প্রায়শ্চিত্ত করুন।’

বুধবারও জামিন মেলেনি অর্জুন সিং সঞ্জিত সিং ওরফে পাপ্পুর। ভিকি যাদব হত্যাকাণ্ডে সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে ডিসেম্বরের ২৭ তারিখ গ্রেফতার করা হয়। ২২ নভেম্বর বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ভিকিকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় সঞ্জিতই মাস্টারমাইন্ড বলে দাবি করছিল মৃতের পরিবারের সদস্যরা।  সেই অভিযোগের ভিত্তিতেই সঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ।

কিন্তু ভাইপো জামিন না পাওয়ায় সাংবাদিক সম্মলেন করেন অর্জুন সিং। তিনি বলেন, ‘যাঁরা দলের বিরুদ্ধে কথা বলছেন, তাঁদের নিরাপত্তা তুলে নিজ দল। অর্জুন আরও বলেন, ‘দলের কাছে আমার আবেদন, যারা দলের ক্ষতি করছে তাঁদের সিকিউরিটি তুলে দেওয়া হোক। তাহলে কেউ কারও বিরুদ্ধেই কিছু বলবে না। কারণ, এরা দলের থেকে সুবিধা নিয়েই দলের বিরুদ্ধে বলছে।’

(পড়ুন। ভিকি যাদব হত্যাকাণ্ডে নয়া মোড়, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো) 

এর পরই মুখ খোলেন কুণাল। তিনি অর্জুনের উদ্দেশে বলেন, ‘ওনাকে তৃণমূল নিয়ে বেশি দরদ দেখাতে হবে না। গত লোকসভা ভোটের আগে যখন দল ছেড়ে গিয়েছিলেন, তখন এই দরদ কোথায় ছিল?’ এখানেই থামেননি কুণাল। প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘দলের ব্যাপারটা উনি দলকে বুঝে নিতে দিন। অর্জুন সিং বরং নিজের এলাকা সামলান।’

ভাটপাড়ার তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের পর অর্জুনকে নিশানা করেন সোমনাথ শ্যাম। তারপর থেকে ব্যারাকপুরের সাংসদ এবং জগদ্দলের বিধায়কের দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। মাঝে সুব্রত বক্সি বৈঠক ডেকে বিষয়টি মেটানোর চেষ্টা করলেও তাতে দ্বন্দ্ব থামেনি। ভাইপোকে গ্রেফতারির পর ফের সরব হন অর্জুন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here