Home আপডেট Lady Civic Police Transfer: শ্বশুরবাড়ির কাছেই বদলি হতে পারবেন মহিলা সিভিক পুলিশরা, এল নয়া নির্দেশ, কোথায় আবেদন করবেন?

Lady Civic Police Transfer: শ্বশুরবাড়ির কাছেই বদলি হতে পারবেন মহিলা সিভিক পুলিশরা, এল নয়া নির্দেশ, কোথায় আবেদন করবেন?

Lady Civic Police Transfer: শ্বশুরবাড়ির কাছেই বদলি হতে পারবেন মহিলা সিভিক পুলিশরা, এল নয়া নির্দেশ, কোথায় আবেদন করবেন?

[ad_1]

অবশেষে এল বিরাট স্বস্তি। মহিলা সিভিক পুলিশদের বদলির ক্ষেত্রে এবার বিরাট সিদ্ধান্ত। বিবাহিতা সিভিক পুলিশরা আবেদন করলেই শ্বশুরবাড়ির এলাকার থানা বা পুলিশ জেলায় বদলি নিতে পারবেন। অর্থাৎ তারা চাকরি করেও শ্বশুরবাড়িতে থেকে সংসারটা করতে পারবেন। এক্ষেত্রে এক জেলায় শ্বশুরবাড়ি আর এক জেলায় ডিউটি দিতে হবে এমনটা নয়। যে জেলায় , যে থানা এলাকায় শ্বশুরবাড়ি সেখানেই বদলি পেতে পারেন সংশ্লিষ্ট মহিলা সিভিক পুলিশরা। 

দেখা যায় বিয়ের পরে মারাত্মক সমস্যায় পড়তেন মহিলা সিভিক পুলিশরা। বেতন কম হওয়ার জন্য স্বামী, শ্বশুরবাড়ি থেক আলাদা থাকতে গিয়েও সমস্যায় পড়ে যেতেন তারা। তবে অবশেষে এল স্বস্তি। নিশ্চিন্তে শ্বশুরবাড়িতে থেকেই তাঁরা ডিউটিতে যেতে পারবেন। 

সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এব্যাারে নবান্নে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে নিয়েছে সরকার। এনিয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এনিয়ে নির্দেশিকা জারি করেছিলেন। 

সিভিক ভলান্টিয়ার হিসাবে বহু মহিলা চাকরিতে যোগদানের সময় অবিবাহিত ছিলেন। তখন তাঁদের বাপের বাড়ির এলাকায় পোস্টিং দেওয়া হয়েছিল। কিন্তু যাঁদের দূরে বিয়ে হয়েছে তাঁদের মধ্যে অনেকেই শ্বশুরবাড়ি থেকে যাতায়াতের অসুবিধা ভোগ করছেন। তাই এই পদক্ষেপ করা হচ্ছে। 

ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি মহিলা সিভিক ভলান্টিয়ারদের বদলির প্রস্তাব দিয়ে চিঠি পাঠায় রাজ্য পুলিশ ডাইরেক্টরেটে। তারপরই নিয়মটি কেমন করে চালু করা যায়, তার প্রাথমিক খসড়াও তৈরি করা হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলা সিভিক ভলান্টিয়ারকে তাঁর এখনকার কর্মস্থলের অফিসারদের কাছে আবেদন করতে হবে। কোন জেলায় তাঁর বিয়ে হয়েছে তার নথিও দিতে হবে। তখন সেটি পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্তাদের কাছে। সেখান থেকে সবুজ সংকেত এলেই পুরনো জেলা থেকে ছাড় মিলবে। মহিলা সিভিক ভলান্টিয়ার শ্বশুরবাড়ির জেলায় কাজে যোগ দিতে পারবেন।

বদলির জন্য় কোথায় আবেদন করতে হবে?

কমিশনারেটের ক্ষেত্রে কমিশনার বা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারেন। একই রেঞ্জে অন্য় পুলিশ জেলায় বদলি হতে চাইলে রেঞ্জ ডেপুটি ইনস্পেক্টর অফ পুলিশের কাছে আবেদন করা যাবে। রেঞ্জের বাইরের জোনের জন্য ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আবেদন করা যাবে। জোন বা কমিশনারেটের বাইরে বদলি হতে চাইলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটে আবেদন করতে পারেন। তবে আশা করা হচ্ছে যে এই আবেদন গ্রাহ্য হয়ে যেতে পারে। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here