Home আপডেট Local trains cancelled in Sealdah division: শনি ও রবিবার শিয়ালদায় বাতিল ৩২ ট্রেন, পরে ছাড়বে কয়েকটি, দেখুন পুরো তালিকা

Local trains cancelled in Sealdah division: শনি ও রবিবার শিয়ালদায় বাতিল ৩২ ট্রেন, পরে ছাড়বে কয়েকটি, দেখুন পুরো তালিকা

Local trains cancelled in Sealdah division: শনি ও রবিবার শিয়ালদায় বাতিল ৩২ ট্রেন, পরে ছাড়বে কয়েকটি, দেখুন পুরো তালিকা

[ad_1]

কল্যাণী স্টেশনে কাজের জন্য আগামী শনিবার ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত নৈহাটি ও রানাঘাট শাখার কল্যাণী স্টেশনের এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। তার জেরে ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে। সংক্ষিপ্ত করা হচ্ছে কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ। কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচি হেরফের করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। কবে কোন ট্রেন বাতিল করা হয়েছে, কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কোন কোন ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে, তা দেখে নিন।

শনিবার (৬ জানুয়ারি) কোন কোন ট্রেন বাতিল থাকবে? 

১) শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন: আপ ৩১৬২৯, আপ ৩১৬৩১, আপ ০৩১৩৯, ডাউন ৩১৬৩২ এবং ডাউন ৩১৬৩৬।

২) শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন: আপ ৩১৫৩৯, আপ ৩১৫৪১, ডাউন ৩১৫৪০ এবং ডাউন ৩১৫৪২।

৩) শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেন: আপ ৩১৮৪১ এবং ডাউন ৩১৮৪৪।

৪) শিয়ালদা-গেদে লোকাল ট্রেন: আপ ৩১৯২৯ এবং ডাউন ৩১৯২৮।

৫) কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল ট্রেন: আপ ৩১১৯২।

৬) শিয়ালদা-লালগোলা: আপ ০৩১৯১ এবং ডাউন ০৩১৭২।

রবিবার (৭ জানুয়ারি) কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন: আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, ডাউন ৩১৬১২ এবং ডাউন ৩১৬১৪।

২) শিয়ালদা-শান্তিপুর লোকাল ট্রেন: আপ ৩১৫১১, আপ ৩১৫১৩, ডাউন ৩১৫১২ এবং ডাউন ৩১৫১৪।

৩) শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল ট্রেন: আপ ৩১৮১১, আপ ৩১৮১৫, ডাউন ৩১৮১২ এবং ডাউন ৩১৮১৪।

৪) শিয়ালদা-গেদে লোকাল ট্রেন: আপ ৩১৯১১, আপ ৩১৯১৫, ডাউন ৩১৯১২ এবং ডাউন ৩১৯১৪।

আরও পড়ুন: স্টেশনে ও ট্রেনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বেশ কিছু সুবিধা দিতে তৎপর রেল, খসড়া বিধি ইস্যু কেন্দ্রের

কোন কোন লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে? 

১) ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা: শিয়ালদার পরিবর্তে রানাঘাট পর্যন্ত আসবে ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদা। 

২) ৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: শনিবার কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি জংশন পর্যন্ত যাবে ৩১৩৪১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল।

৩) ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণী পর্যন্ত যাবে ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল। কল্যাণী থেকে ছাড়বে ৩১৩১২ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন।

৪) ৩১৩১১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণী পর্যন্ত যাবে ৩১৩১১ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল। কল্যাণী থেকে ছাড়বে ৩১৩১৪ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন।

৫) ৩১৩১৩ শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেন: কল্যাণী পর্যন্ত যাবে। ৩১৩১৬ কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল ট্রেন ছাড়বে কল্যাণী থেকে।

কোন কোন ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে?

১) ০৩১৭১ শিয়ালদা-লালগোলা: রবিবার ভোর ৩ টে ৪৫ মিনিটের পরিবর্তে ভোর ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে।

২) ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রবিবার ভোর ৫ টা ৫২ মিনিটের পরিবর্তে সকাল ৬ টা ২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়বে।

আরও পড়ুন: Sealdah-Puri special trains in January 2024: জানুয়ারিতে আচমকা পুরী ঘোরার প্ল্যান? চলবে ৮ স্পেশাল ট্রেন, আছে ৯,০০০ টিকিট

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here