Home আপডেট কঠোর নিয়ন্ত্রণবিধি সহ দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

কঠোর নিয়ন্ত্রণবিধি সহ দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

কঠোর নিয়ন্ত্রণবিধি সহ  দিল্লিতে লকডাউনের মেয়াদ  বাড়ল  আরও এক সপ্তাহ

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । এ বার মেট্রো চলাচল পুরোপুরি স্থগিত-সহ আরও কিছু কঠোর নিয়ন্ত্রণবিধি জারি করা হয়েছে।

কেজরিওয়াল জানিয়েছেন, ধারাবাহিক ভাবে লকডাউনের মেয়াদ বাড়িয়ে কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য হলেও হ্রাস পেয়েছে। তবে এখনই কড়াকড়ি শিথিল করার কোনো মানে নেই। তিনি বলেন, “কোভিড আক্রান্তের সংখ্যা সামান্য হ্রাস পেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে”। আগামী ১৭ মে সকাল ৫টা পর্যন্ত এ বারের লকডাউন কার্যকর থাকবে।

এপ্রিলের মাঝামাঝি সময়ে দিল্লিতে দৈনিক করোনা সংক্রমণের হার ৩৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। বর্তমানে তা কমে হয়েছে ২৩ শতাংশ। চিকিৎসকেরা বলছেন, বর্তমানের সংক্রমণের হার-ও যথেষ্ট বেশি। সংক্রমণের শৃঙ্খলাটিকে পুরোপুরি ভেঙে ফেলার দরকার রয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ হ্রাস করতে প্রায় তিন সপ্তাহ ধরে লকডাউন চলছে দিল্লিতে। করোনা সংক্রমণের শৃঙ্খল বা চেন ভাঙতে সরকার লকডাউন ঘোষণা করেছিল দিল্লি সরকার। জরুরি নয় এমন পরিষেবা এবং চলাচলে কড়াকড়ি নিয়ন্ত্রণবিধি জারি রয়েছে। তবে করোনার গতিতে কোনো স্বস্তিদায়ক হ্রাস ঘটেনি এবং স্বাস্থ্যপরিষেবাও আয়ত্তের মধ্যে নেই। যে কারণে ফের একবার লকডাউনের মেয়াদ বাড়ানোর পথে হাঁটল দিল্লি।

লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করে কেজরিওয়াল বলেন, “লকডাউন চলাকালীন সময়ে আমরা আমাদের স্বাস্থ্য পরিষেবা কাঠামোর উন্নতিতে জোর দিয়েছি।