Home আপডেট পরিস্থিতি বেহাল ,দিল্লী তে লকডাউন বাড়ল আরও সাত দিনের জন্য

পরিস্থিতি বেহাল ,দিল্লী তে লকডাউন বাড়ল আরও সাত দিনের জন্য

পরিস্থিতি বেহাল ,দিল্লী তে  লকডাউন বাড়ল আরও সাত দিনের জন্য

কোভিড পরিস্থিতি সামাল দিতে নাজেহাল অবস্থা দিল্লি সরকারের। এই পরিস্থিতিতে লকডাউন বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যয় মোকাবিলা বাহিনীর অনুরোধ রাখল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার। লকডাউনের  মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হল। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, যে হারে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা দিল্লিতে বাড়ছে সেই পরিস্থিতি সামাল দিতে আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়িয়ে দেওয়া হল। ৩ মে অবধি বজায় থাকবে এই লকডাউন। এমনিতেই দিল্লিতে এখন প্রথম দফার লকডাউন চলছে। যার মেয়াদ আগামীকাল শেষ হবে। তার মধ্যেই এদিন ফের দ্বিতীয় দফার লকডাউন জারি করা হল। ইতিমধ্যেই দিল্লির হাসপাতাল গুলিতে বেড নেই। অক্সিজেন সাপোর্ট দেওয়া যাচ্ছে না।

কারণ দিল্লিতে অক্সিজেনের হাহাকার চলছে। দিল্লিতে করোনা ভাইরাস ৩৭ শতাংশ হারে ছড়িয়ে পড়ছে। যা চিন্তা বাড়াচ্ছে কেজরিওয়াল প্রশাসনের। অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য তিনি কেন্দ্রর কাছেও আবেদন করছেন। পরিস্থিতি যাতে কিছুটা আয়ত্তে আনা যায় সে জন্যই দ্বিতীয় দফায় লকডাউন জারি করা হল। জরুরী পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে লকডাউনে. |