Home আপডেট Lok Sabha: সংসদে হামলাকারীদের পরিচয় কী! কোন স্লোগান ছিল তাদের মুখে ? জানুন

Lok Sabha: সংসদে হামলাকারীদের পরিচয় কী! কোন স্লোগান ছিল তাদের মুখে ? জানুন

Lok Sabha: সংসদে হামলাকারীদের পরিচয় কী! কোন স্লোগান ছিল তাদের মুখে ? জানুন

[ad_1]

Lok Sabha: লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন চাঞ্চল্য। যে ঘটনা এখন সংবাদ শিরোনামে। ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি যেন একঝটকায় তাজা হয়ে উঠেছিল। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল। শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় ছড়ায় আতঙ্ক। এদিন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাদের কাছে গ্যাস ছোড়ার সরঞ্জাম ছিল বলে অভিযোগ। যে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, জানা গেছে তাদের পরিচয়ও। একজনের নাম অমল শিন্ডে। তাঁর বাড়ি মহারাষ্ট্রে। অন্য আরএকজনের নাম নীলম সিংহ। তিনি হরিয়ানার বাসিন্দা। কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে গ্যাস বম্ব নিয়ে ভেতরে পৌঁছয় অভিযুক্তরা? উঠতে শুরু করে এই প্রশ্নটাই। জানা গেছে, বিজেপি সাংসদ প্রতাপ সিমহার অতিথি বলে একটি ভিজিটর পাস জোগাড় করেন তাঁদের মধ্যে একজন। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, ‘তানাশাহি নেহি চলেগা’ এই স্লোগান দিতে লোকসভার গ্যালারি থেকে লাফিয়ে পড়লেন দু’জন। অন্যদিকে সংবাদ প্ৰতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, তাঁদের মুখে ছিল, ‘জয় ভীম’ স্লোগান।

উল্লেখ্য, দুই তরুণ আচমকাই গ্যালারিতে লাফিয়ে নেমে পড়ে। এবং তারা গ্যাস ছুড়তে থাকে। সাংসদরা এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। সাংসদদের মধ্যে এক জন আরএলপি এবং আর এক জন বিএসপির সাংসদ বলে খবর। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির দিলীপ ঘোষ বলেন, ওরা হয়তো দর্শক হিসেবেই প্রবেশ করেছিল প্রয়োজনীয় নথি জমা দিয়ে। কিন্তু কী করে জুতোয় করে গ্যাস ক্র্যাকার নিয়ে তারা প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ।

অন্য দিকে, এক যুবক এবং এক মহিলাকে আটক করা হয়েছে। পার্লামেন্ট ভবনের বাইরে হলুদ ধোঁয়া নির্গত ‘ক্যান’ নিয়ে প্রতিবাদ করার কারণে তাদের আটক করা হয়েছে বলে খবর । পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নীলমের বয়স ৪২ বছর। অমলের বয়স ২৫। তাঁদের দু’জনকে পরিবহণ ভবনের সামনে আটক করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here