Home আপডেট LS polls 2024: লোকসভার রণকৌশল ঠিক করতে আজ কলকাতায় শাহ-নড্ডার ৩ সাংগঠনিক বৈঠক

LS polls 2024: লোকসভার রণকৌশল ঠিক করতে আজ কলকাতায় শাহ-নড্ডার ৩ সাংগঠনিক বৈঠক

LS polls 2024: লোকসভার রণকৌশল ঠিক করতে আজ কলকাতায় শাহ-নড্ডার ৩ সাংগঠনিক বৈঠক

[ad_1]

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে দলের লড়াইয়ের কৌশল ঠিক করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি আজ মঙ্গলবার অন্তত তিনটি সাংগঠনিক বৈঠক করবেন। দলের এক প্রবীণ নেতার কথায়, বিজেপির শীর্ষ নেতা যখন কলকাতায় তখন এই ধরনের বৈঠক সাধারণত নজিরবিহীন।

বিধায়ক এবং বিধানসভায় দলে চিফ হুইপ মনোজ টিগ্গা বলেন, ‘লোকসভা নির্বাচন আসছে। তাই এখন যে সভাগুলো হবে তা হবে নির্বাচন সংক্রান্ত। আজকের মিটিংগুলি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ শাহ এবং নাড্ডা দুজনেই একসঙ্গে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দলের জাতীয় নেতৃত্বও আরও ঘন ঘন রাজ্যে আসবেন।’

(পড়ুন। সুকান্তের মন্তব্যের প্রতিবাদ, আজ ফুটবল নিয়ে পথে নামছে তৃণমূল, শাহরও ক্ষমা দাবি) 

রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩৫টি জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি ২২টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল এবং ১৮টি জিতেছিল। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘শাহ বেশি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দেন।’

সোমবার গভীর রাতে শাহ ও নাড্ডা দুজনেই কলকাতায় পৌঁছেছেন। দিনে অন্তত তিনটি সাংগঠনিক সভা করার আগে তারা প্রথমে উত্তর কলকাতার গুরুদুয়ারা বড় শিখ সঙ্গত এবং কালীঘাট মন্দির পরিদর্শন করবেন। রাতেই তাঁরা দিল্লি ফিরে যাবেন।

দলের এক প্রবীণ নেতা বলেন, ‘প্রথম সাংগঠনিক বৈঠকটি রাজ্যে দলের কোর কমিটির সদস্যদের নিয়ে একটি হোটেলে অনুষ্ঠিত হবে। দুই জাতীয় নেতা দলের রাজ্য সভাপতি, রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা, দলের রাজ্য সম্পাদক এবং রাজ্যে দলের পর্যবেক্ষকদের সাথে দেখা করবেন।’

দ্বিতীয় বৈঠকটি জাতীয় গ্রন্থাগারে সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের সঙ্গে অনুষ্ঠিত হবে। শাহ ও নাড্ডা কলকাতা ছাড়ার আগে সন্ধ্যায় তৃতীয় বৈঠক হবে।

শাসকদল তৃণমূল শাহ ও নাড্ডার সফরকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল নেতা তাপস রায় সংবাদমাধ্যকে বলেন, ‘শীতকালে, বিশেষ করে নববর্ষের ঠিক আগে দেখার জন্য বাংলা একটি চমৎকার জায়গা। পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনারাও যেতে পারে। দিল্লির বিজেপি নেতাদের ভ্রমণ উপভোগ করতে দিন।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here