Home আপডেট Maa Flyover: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মা উড়ালপুলের ওপরে চড়লেন যুবক, উদ্ধার করল দমকল

Maa Flyover: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মা উড়ালপুলের ওপরে চড়লেন যুবক, উদ্ধার করল দমকল

Maa Flyover: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মা উড়ালপুলের ওপরে চড়লেন যুবক, উদ্ধার করল দমকল

[ad_1]

হাজার হাজার সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যেই কলকাতার রাজপথের নিরাপত্তা কি বজ্র আঁটুনি, ফসকা গেরো? রবিবার সকালে ফের একবার উঠল সেই প্রশ্ন। এদিন সকালে কলকাতার মা উড়ালপুলের পার্ক সার্কাস স্টেশনের কাছে কাঠামোর ওপরে উঠে পড়েন এক যুবক। দীর্ঘ চেষ্টার পর তাঁকে নামান দমকলকর্মীরা। কিন্তু কলকাতা পুলিশের কড়া নজরদারিতে থাকা মা উড়ালপুলে কী করে একজন যুবক উঠে পড়লেন সেই প্রশ্ন ভাবাচ্ছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন: বিবাহিত মহিলা সিভিক ভলান্টিয়ারদের শ্বশুরবাড়ির জেলায় বদলি, প্রস্তাব গেল নবান্নে

এদিন সকালে মা উড়ালপুলের ওই অংশের কাঠামোর ওপরে এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। সেখান থেকে খবর পৌঁছয় দমকলে। প্রথমে আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন যুবক। বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর পর অভিযোগ শোনার আশ্বাস দিলে নেমে আসেন ওই যুবক। যুবক যেখানে ঘোরাফেরা করছিলেন সেখানে একটি তৃণমূলের পতাকা ও একটি ইসলামিক সংগঠনের পতাকা উড়তে দেখা গিয়েছে।

নেমে যুবক দাবি করেন, দীর্ঘদিন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তিনি। তাই প্রতিবাদ জানাতে সেতুর ওপরে উঠেছিলেন। তবে পরিবারের তরফে জানানো হয়েছে, যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তার পর থেকেই মানসিক উপসর্গে ভুগছেন তিনি। যুবককে উদ্ধার করে প্রথমে কড়েয়া থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। যুবকের মনরোগের চিকিৎসা করানোের ব্যবস্থা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: মমতার বয়সে রাজনীতি ছেড়ে দেব, বললেন অভিষেক, ৭৩ বছরের মোদীকে দিলেন সার্টিফিকেট

এই ঘটনায় মা উড়ালপুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীরা। তাঁদের প্রশ্ন, কড়া নজরদারিতে থাকা এই উড়ালপুলে কী করে একজন যুবক বেয়ে উঠে পড়লেন?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here