Home আপডেট Madrasha Election: বাম – ISF জোটে ভরসা রেখে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিলেন মুসলিমরা

Madrasha Election: বাম – ISF জোটে ভরসা রেখে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিলেন মুসলিমরা

Madrasha Election: বাম – ISF জোটে ভরসা রেখে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দিলেন মুসলিমরা

[ad_1]

আদালতের নির্দেশে ১২ বছর পর হল ভোট। আর সেই ভোটে তৃণমূলকে ঝেঁটিয়ে সাফ করে দিল বাম ও ISF-এর প্রগতিশীল মোর্চা। ২টি হাই মাদ্রাসার নির্বাচনে ৬টি করে আসনের প্রত্যেকটি জিতল জোট। লোকসভা নির্বাচনের আগে মুসলিম অধ্যুষিত এলাকায় বাম – ISF জোটের এই জয়ে আশার আলো দেখছেন অনেকে। তৃণমূলের দাবি, মাদ্রাসার ভোটের প্রভাব লোকসভা নির্বাচনে পড়ে না। এটা একেবারেই স্থানীয় ব্যাপার।

কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার প্রায় ১২ বছর পর ফুরফুরা হাই মাদ্রাসা ও কাটাবাড়ি হাই মাদ্রাসার ভোট হয়। ভোটে ২ জায়গাতেই জোট করে বাম ও ISF. পালটা প্রার্থী দেয় তৃণমূল। ২ জায়গাতেই সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সন্ধ্যা সাতটা নাগাদ ফল প্রকাশ হলে দেখা যায় ২টি মাদ্রাসা নির্বাচনেই ১০০ শতাংশ আসনে জিতেছে জোট। ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ঘাসফুল।

ভোটের ফল নিয়ে জোটের এক নেতা বলেন, ‘হার নিশ্চিত জেনে ১২ বছর নির্বাচন করতে দেয়নি তৃণমূল। আদালতের নির্দেশে অবশেষে নির্বাচন হয়েছে। আমরা প্রতিরোধ গড়ে ভোট লুঠ রুখে দিয়েছি। তাই প্রত্যাশিত ফলই হয়েছে। যদিও এই ভোটের সঙ্গে প্রত্যক্ষ রাজনীতির যোগ নেই।’

স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ‘আমাদের ভুল ত্রুটি খুঁজে বার করতে হবে। তবে মাদ্রাসা নির্বাচনের ফলের প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here