Home রাশিফল দৈনিক রাশিফল Magh Purnima 2023: মাঘী পূর্ণিমায় শুভ যোগ, লক্ষ্মীর কৃপালাভ পেতে এই কাজগুলি করতে পারেন

Magh Purnima 2023: মাঘী পূর্ণিমায় শুভ যোগ, লক্ষ্মীর কৃপালাভ পেতে এই কাজগুলি করতে পারেন

Magh Purnima 2023: মাঘী পূর্ণিমায় শুভ যোগ, লক্ষ্মীর কৃপালাভ পেতে এই কাজগুলি করতে পারেন

কলকাতা: আজ মাঘী পূর্ণিমা। হিন্দু ধর্মে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ মাসে যে পূর্ণিমা পড়ে সেটি মাঘী পূর্ণিমা (Magh Purnima) নামে পরিচিত।                                                                  

ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, চন্দ্রদেবের পুজো করা হয় পূর্ণিমা তিথিতে। এই মাঘ পূর্ণিমার দিন স্নান আর দান করা খুব গুরুত্বপূর্ণ।  ধর্মীয় মতে বিশ্বাস করা হয়, এই তিথিতে দেব-দেবীরা স্বর্গ থেকে পৃথিবীতে আসেন। 

আজ মন্দিরে মন্দিরে কীর্তন, হরিনাম করা হয়। মাঘী পূর্ণিমা ৪ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৮ মিনিটে শেষ হবে। উদয়তিথি অনুসারে, মাঘ পূর্ণিমা পালিত হবে ৫ ফেব্রুয়ারি। হিন্দু শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ তিথি মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমায় ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানে জীবন কলুষমুক্ত হয়। স্নান শেষে প্রভু সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করলে মেলে তাঁর অক্ষয় কৃপা। যুগল মূর্তির সামনে এদিন ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করে সত্যনারায়ণের কথা শোনারও রীতি আছে। এই কাজে প্রসন্ন হন মা লক্ষ্মী। তাঁর অক্ষয় কৃপা বর্ষিত হয় ভক্তদের উপর। 

আরও পড়ুন, শনিবারে শনিদেবের আশীর্বাদ পেতে এই মন্ত্রপাঠ করুন, দূর হবে অশুভ দৃষ্টি

স্নান, ধ্যান ও দান- এই তিনটি হল মাঘী পূর্ণিমায় অবশ্য পালনীয় কর্তব্য। পবিত্র গঙ্গাজলে স্নান শেষে প্রথমেই পুজো করতে হয় সূর্য দেবতার। তিলজল অর্পণ করতে হয় তাঁর উদ্দেশে। এই পূর্ণিমাতেই অবশ্যই উপবাস করে আরাধানা করতে হয় প্রভু সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর।                                     

জ্যোতিষশাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন কয়েকটি কাজ করতে পারলে বলা হয় পুণ্য হয়। মাঘী পূর্ণিমার দিন গঙ্গাস্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে ভালো। আত্মা শুদ্ধ হয়।অশ্বত্থ গাছের পুজো- মাঘী পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণু এই গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। মাঘ পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে দুধে জল মিশিয়ে ছিটিয়ে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here