Home আপডেট পরীক্ষা পেছাল মৌলানা আবুল কালাম আজাদ  ইউনিভার্‌সিটি ওফ টেকনলজি (মাকাউট), অগ্নিগর্ভ বাংলায় চিন্তিত পড়ুয়ারা

পরীক্ষা পেছাল মৌলানা আবুল কালাম আজাদ  ইউনিভার্‌সিটি ওফ টেকনলজি (মাকাউট), অগ্নিগর্ভ বাংলায় চিন্তিত পড়ুয়ারা

পরীক্ষা পেছাল মৌলানা আবুল কালাম আজাদ  ইউনিভার্‌সিটি ওফ টেকনলজি (মাকাউট), অগ্নিগর্ভ বাংলায় চিন্তিত পড়ুয়ারা

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ বাংলায় মৌলানা আবুল কালাম আজাদ  ইউনিভার্‌সিটি ওফ টেকনলজি ( পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয়)  তাদের দুদিনের পরীক্ষা পিছিয়ে দিল।

MAKAUT এর সেমিস্টার পরীক্ষা চলছে রাজ্য জুড়ে সব কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। এরই মধ্যে পাশ হয় সংশোধিত নাগরিকত্ব আইন যার প্রভাবে দেশ ব্যাপী প্রতিবাদ ও হিংসা ছড়িয়ে পরে। MAKAUT এর তরফ থেকে সাম্প্রতিক পরিস্থিতির ফল স্বরূপ গতকাল ও আজকের পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরীক্ষার পরিবর্তিত দিন এখনও জানানো হয় নি।

Image result for makaut

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলায়। রোজই ট্রেন অবরোধ, রাস্তা অবরোধ ঘিরে তেতে উঠছে বাংলার মাটি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গত ক’দিন ধরেই জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন চলছে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে তো কোথাও বাসে আগুন লাগানো হচ্ছে, আবার কোথাও স্টেশনে ভাঙচুর চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে এক মামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

একে দেশ জুরে চরম মন্দা চাকরীর বাজারে। বেশ কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ এ এখনও ক্যাম্পাস ইন্টারভিউ হয় নি। তার মধ্যে এই টালমাটাল পরিস্তিতি পড়ুয়াদের চিন্তিত করে তুলেছে।