Home আপডেট Malda: বেহাত হয়েছে পঞ্চায়েত সমিতি, পুলিশের পশ্চাদদেশে বিছুটি ঘসে দেব, হুমকি TMC নেতার

Malda: বেহাত হয়েছে পঞ্চায়েত সমিতি, পুলিশের পশ্চাদদেশে বিছুটি ঘসে দেব, হুমকি TMC নেতার

Malda: বেহাত হয়েছে পঞ্চায়েত সমিতি, পুলিশের পশ্চাদদেশে বিছুটি ঘসে দেব, হুমকি TMC নেতার

[ad_1]

পঞ্চায়েত ভোটে হেরে পুলিশকর্মীদের হুমকি দিতে শোনা গেল তৃণমূলের ২ নেতাকে। রীতিমতো পুলিশকর্মীর গায়ে বিছুটি পাতা ঘসে দেবেন বলে প্রকাশ্যে হুমকি দিলেন তিনি। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ের। শনিবার INTTUCর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক পথসভায় পুলিশকর্মীদের উদ্দেশ করে এই হুমকি দিতে দেখা যায় তৃণমূল নেতা মকরম আলিকে। তবে এখনো ওই নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ।

চলতি বছরের ২২ অগাস্ট আদালতের নির্দেশে ভোটাভুটিতে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি দখল করে বাম ও কংগ্রেস জোট। ২২ আসনের পঞ্চায়েত সমিতিতে ১১টি আসন পেয়েছিল জোট। ১০টি আসন পায় বিজেপি। ভোটাভুটির আগে বাম – কংগ্রেসের সদস্যদের ঘাঁটিতে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তবে তাতেও সুবিধা করতে পারেনি শাসকদল। সেদিন পঞ্চায়েত সমিতি হাতছাড়া হওয়ার পরেই প্রশাসনের একাংশকে কংগ্রেস ও সিপিএমের দালাল বলে আক্রমণ করেছিলেন তৃণমূলি সস্য মকরম আলি। শনিবার ফের একবার প্রশাসনের বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন তিনি। প্রকাশ্য রাস্তায় পুলিশকর্মীদের গায়ে বিছুটি ঘসের হুমকি দিলেন তিনি।

এদিন মকরমকে বলতে শোনা যায়, হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত ভোটের আগে থানার কিছু অফিসার সিপিএম, বিজেপি, কংগ্রেসের দালালি করেছে। তাদের কয়েকজন এখনো সিপিএম – কংগ্রেসের দালালি করে চলেছে। আমি হুঁশিয়ারি দিতে চাই আপনার পাছায় কিন্তু বিছুটিপাতা ঘসে দিতে জানি আমরা। তৃণমূল নেতার হুমকির পর ২৪ ঘণ্টা কাটতে চললেও এখনো তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ।

বিজেপির দাবি, ক্ষমতার বাইরে থাকলে তৃণমূল পাগল হয়ে যায়। তাই মকরম আলি আজে বাজে বকছে। এই সরকারের জমানায় কোন পুলিশ কর্মীর ঘাড়ে ক’টা মাথা যে বিরোধীদের হয়ে কাজ করবে?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here