Home আপডেট Maldah: ক্যুইন্টালে নেওয়া হচ্ছে ৫ কেজি করে ধলতা, ধান ক্রয় বন্ধ করে বিক্ষোভ চাষিদের

Maldah: ক্যুইন্টালে নেওয়া হচ্ছে ৫ কেজি করে ধলতা, ধান ক্রয় বন্ধ করে বিক্ষোভ চাষিদের

Maldah: ক্যুইন্টালে নেওয়া হচ্ছে ৫ কেজি করে ধলতা, ধান ক্রয় বন্ধ করে বিক্ষোভ চাষিদের

[ad_1]

সরকারি শিবিরে ধান কেনায় বেনিয়মের অভিযোগ তুলে এবার মালদা জেলায় বিক্ষোভ দেখালেন চাষিরা। বৃহস্পতিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালুয়াদিঘি কিষাণ মান্ডিতে বেনিয়মের অভিযোগ তুলে ধান ওজন করা বন্ধ করে দেন চাষিরা। তাঁদের অভিযোগ, আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজসে কৃষকদের বঞ্চিত করছেন মিল মালিকরা।

চাষিদের অভিযোগ, ধান ক্রয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ক্যুইন্টালে ৩ – ৫ কেজি পর্যন্ত ওজনে বাদ দিচ্ছেন। এছাড়া ধান ওজন করার সময় শুধুমাত্র পূর্ণসংখ্যাটি ধরা হচ্ছে। ভগ্নাংশ ধরা হচ্ছে না। শুধু তাই নয়, ধানের বস্তা ট্রাকে তোলার জন্য ক্যুইন্টাল পিছু ১৫ টাকা করে দাবি করছেন কুলিরা।

চাষিদের দাবি, আমরা কুইন্ট্যালে দেড় থেকে ২ কেজি করে বাদ দিতে রাজি ছিলাম। কিন্তু ৩ কেজির কম বাদ দিলে ধান ওজন করতেই রাজি হচ্ছে না মিলের কর্মীরা। তাছাড়া বাড়ি থেকে ওজন করে আনা ধান ফের ওজন করতে বাধ্য করা হচ্ছে। সেজন্য আবার টাকা দাবি করা হচ্ছে। নিয়ম মেনে ধান ক্রয় না করলে তাঁরা ধান বিক্রি করবেন না বলে বিক্ষোভ দেখাতে থাকেন চাষিরা। যার জেরে বন্ধ হয়ে যায় ধান ওজন করার কাজ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মালদা থানার পুলিশ। এর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এবিষয়ে পুরাতন মালদা ব্লক উন্নয়ন আধিকারিক সেঁজুতি পাল মাইতি জানান, চাষিদের অভিযোগটা শুনেছি। সেখানে বর্তমানে ধান বিক্রি বন্ধ আছে। তবে আমরা বিষয়টা প্রশাসনিক দিক থেকে খতিয়ে দেখছি। রাজ্যের বিভিন্ন জায়গায় ধান ক্রয়ে বাড়তি ধলতা নেওয়ার অভিযোগে বিক্ষোভ হয়েছে। সেই তালিকায় যোগ হল মালদা জেলার নামও।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here