Home আপডেট Mamata at Bardhaman: ৬০ – ৭০ হাজার চাকরি রেডি করে বসে আছি, মামলা করে আটকে রেখেছে: মমতা – 60-70 thousand jobs have been withheld by the Left

Mamata at Bardhaman: ৬০ – ৭০ হাজার চাকরি রেডি করে বসে আছি, মামলা করে আটকে রেখেছে: মমতা – 60-70 thousand jobs have been withheld by the Left

Mamata at Bardhaman: ৬০ – ৭০ হাজার চাকরি রেডি করে বসে আছি, মামলা করে আটকে রেখেছে: মমতা – 60-70 thousand jobs have been withheld by the Left

[ad_1]

চাকরি রেডি আছে। সিপিএম – কংগ্রেস বিজেপি মামলা করে চাকরি আটকে রেখেছে। বুধবার বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, মহামান্য আদালতের কাছে আবেদন করব, প্লিজ নতুন ভেকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন।

এদিন বর্ধমানের প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘টিচারের পদ আমাদের রেডি আছে। কয়েক হাজার টিচার আমরা নেব। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা। সিপিএম – কংগ্রেস – বিজেপি, রাম – বাম- শ্যাম। তাই ইয়ং ছেলেদের চাকরি – বাকরি আটকে রেখে দিয়েছে। নইলে ৬০ – ৭০ হাজার ছেলেমেয়ে শুধু স্কুলে চাকরি পেতেন। রেডি করে বসে আছি। আওয়জ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে আদালত সংশোধন করুক। আমার কোনও এ নেই। কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য যে ভেকেন্সিগুলো আছে অবিলম্বে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। কারণ ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবেন’।

বাম – কংগ্রেসকে নাম করে মমতা বলেন, ‘আমি দুঃখিত, যে কখনও কখনও গরমেন্টের হাত বেঁধে রাখা হয়। কেউ কেউ ভোটে জেতে না। কোর্টে চলে যায়’।

এর পর আদালতের কাছে মমতা আবেদন করেন, ‘কোর্টের প্রতি আমার সম্পূর্ণ সন্মান আছে। আমি কোনও জাস্টিস সম্পর্কে বলতে চাই না। বলা যায় না। জাজমেন্ট সম্পর্কে সমালোচনা করা যায়। এটা নিয়মে আছে। আমি একজন আইনজীবী। আমি জানি কী করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভেকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন। যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে। কিন্তু চাকরিটা করতে। এছড়াও বিভিন্ন দফতরে প্রচুর লোক নেওয়া হচ্ছে। আপনারা নজরে রাখবেন’।

নিয়োগ দুর্নীতি নিয়ে যখন আদালতে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য, তখন লোকসভা ভোটের মুখে চাকরি নিয়ে মমতা যে চাপে রয়েছেন তা তাঁর এই বক্তব্যে স্পষ্ট হল বলে দাবি করছে বিরোধীরা।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here