Home আপডেট Mamata Banerjee: অভিষেক – বিচারপতি বাগযুদ্ধে ঢুকতে নারাজ মমতা, মনে করালেন ‘লক্সমন রেখা’

Mamata Banerjee: অভিষেক – বিচারপতি বাগযুদ্ধে ঢুকতে নারাজ মমতা, মনে করালেন ‘লক্সমন রেখা’

Mamata Banerjee: অভিষেক – বিচারপতি বাগযুদ্ধে ঢুকতে নারাজ মমতা, মনে করালেন ‘লক্সমন রেখা’

[ad_1]

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে ‘লক্সমন রেখা’ মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন শুনে সাংবাদিককে রীতিমতো সহবৎ শেখালেন সেই মমতা যিনি বিধানসভার অন্দরে রক্ষাকবচ ব্যবহার করে বলেছিলেন ‘টাকার বিনিময়ে রায় বিক্রি হয়।’

এদিন মমতাকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘একজন বিচারপতি আইনশৃঙ্খলা নিয়ে আদালতের বাইরেও মন্তব্য করেন’।

প্রশ্ন শুনেই তেলে – বেগুনে জ্বলে ওঠেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘প্লিজ এই প্রশ্নগুলো আমাকে করবেন না। আপনারা ভাববেন না জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্সমন রেখাটা জানি। আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন। ইউ শ্যুড নট’।

বলে রাখি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই ২০১২ সালের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে বিধানসভা কক্ষে থাকার রক্ষাকবচ ব্যবহার করে বলেছিলেন, ‘আদালতের রায় টাকা দিয়ে কেনা যায়। এটা দূুর্ভাগ্যজনক।’ মমতার এই বক্তব্যে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু তাতে পিছু হঠেননি মুখ্যমন্ত্রী। তাহলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করা থেকে কেন পিছু হঠলেন তিনি?

রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে কোনও মন্তব্য করেননি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বরং তাঁকে পর্যাপ্ত সম্মান দিয়ে সুযোগ পেলে প্রশংসাই করেছেন তিনি। বরং বারবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আক্রমণের মূল লক্ষ্য হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকও ছেড়ে কথা বলেননি। বিচারপতির সঙ্গে অভিষেকের এই বাগযুদ্ধে কি তবে ঢুকতে চান না মমতা? তাছাড়া নবান্নে থরে থরে সাজানো জাতীয় পতাকার সমনে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করলে ফের সাংবিধানিক সৌজন্য নিয়ে প্রশ্ন তুলে সরব হতে পারে বিরোধীরা। এমনকী মামলাও হতে পারে তাঁর বিরুদ্ধে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দলের কর্তৃত্ব নিয়ে দিন কয়েক ধরে যে পিসি – ভাইপোর মধ্যে দূরত্ব বাড়ছে তার জেরেও মন্তব্য এড়িয়ে থাকতে পারেন মমতা। অভিষেকের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের জেরেও তাঁর সঙ্গে দূরত্ব বাড়ানোর প্রক্রিয়া শুরু করে থাকতে পারেন তিনি। তবে কি মমতা বুঝিয়ে দিলেন, দুর্নীতি নিয়ে অভিষেকের লড়াই লড়ে নিতে হবে অভিষেককেই? সব মিলিয়ে মমতার প্রশ্ন এড়ানো তুলে দিল এক রাশ প্রশ্ন।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here