Home আপডেট Mamata Banerjee: অমিত শাহের ‘রাম মন্দির’ উদ্বোধনকে ‘শিক্ষা নেই, সংস্কৃতি নেই’ বলে কটাক্ষ মমতার

Mamata Banerjee: অমিত শাহের ‘রাম মন্দির’ উদ্বোধনকে ‘শিক্ষা নেই, সংস্কৃতি নেই’ বলে কটাক্ষ মমতার

Mamata Banerjee: অমিত শাহের ‘রাম মন্দির’ উদ্বোধনকে ‘শিক্ষা নেই, সংস্কৃতি নেই’ বলে কটাক্ষ মমতার

[ad_1]

কলকাতায় অমিত শাহের পুজো উদ্বোধনকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির নাম না করে তাঁর দাবি, ‘ওরা জানে না, ওদের শিক্ষা নেই, সংস্কৃতি নেই।’ এদিন মধ্য কলকাতার মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। ওই পুজোর প্রধান উদ্যোক্তা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবারও প্রায় ২ ডজন পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহম্মদ আলি পুজোর উদ্বোধনের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এসে বলে গেলেন, কলকাতায় রাম মন্দিরের উদ্বোধন করে দিয়ে গেলাম..’ সুদীপবাবুকে কার্যত থামিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ও ছাড়ুন না কেন বারবার করে একই কথা বলছেন? ওদের একটাই আছে করতে দিন। খেয়ে দেয়ে কাজ নেই। রামচন্দ্র নিজে মা দুর্গার পুজো করতেন। ওরা জানে না, ওদের শিক্ষা নেই, সংস্কৃতি নেই। মা দুর্গার যে অকাল বোধন, কেন করেছিলেন? রাবণকে হারাবার জন্য। মা দুর্গা আমাদের দেবতা যিনি সর্বজয়ী’।

এর আগে মণ্ডপের সামনে ভাষণ দিতে গিয়ে সুদীপবাবু বলেন, ‘যে রাম মন্দির বানিয়েছে ১৫ দিনের মধ্যে তার বিসর্জন হয়ে যাবে। সঙ্গে ২০২৪ সালে বিজেপিরও বিসর্জন হবে।’

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ বলেন, ‘রামচন্দ্র কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু? তবে মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, আমদের শিক্ষা – দীক্ষার একটু অভাব আছে। আমরা কেউ ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে পারিনি। উনি তো পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করেন। উনি বলেছেন, অসুর বধের জন্য রামচন্দ্র দুর্গাপূজা করেন। এখানেও আমরা একই কারণে দুর্গাপূজা করছি।’

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here