Home আপডেট Mamata Banerjee: ‘আপনি আমার মায়ের মতো,’ প্রণাম করে বানারহাটে বৃদ্ধার বাড়ি চায়ের আড্ডা মমতার

Mamata Banerjee: ‘আপনি আমার মায়ের মতো,’ প্রণাম করে বানারহাটে বৃদ্ধার বাড়ি চায়ের আড্ডা মমতার

Mamata Banerjee: ‘আপনি আমার মায়ের মতো,’ প্রণাম করে বানারহাটে বৃদ্ধার বাড়ি চায়ের আড্ডা মমতার

[ad_1]

সপ্তাহখানেকের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি পৌঁছন জলপাইগুড়ির বানারহাটে। সেখানে পৌঁছে তিনি বানারহাটের রাস্তায় হাঁটতে বেরোন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি শুরু করেন জনসংযোগ। স্থানীয় এক বাড়িতে বসে তিনি চাও খান। 

এ দিন বানারহাটে নেমেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। পথে ধারে তাঁকে দেখতে আসা মানুষদের সঙ্গে কথা বলেন। বড়দের হাতে তুলে দেন শীতবস্ত্র, ছোটদের টেডিবিয়ার। 

পরে আদর্শপল্লির শীতলা মন্দিরে পুজো দেন। রাস্তার ধারে এক বৃদ্ধাকে দেখে তাঁকে প্রণাম করেন মমতা। তাঁর শারীরিক খোঁজখবর নেন। এর পর  প্রতিভা ভদ্র নামে ওই মহিলার কাঠের বাড়িতে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। ঢুকে তিনি ঠাকুরঘর, রান্নাঘর ঘুরে দেখেন। 

(পড়ুন। আদিবাসী দেখিয়ে ভুরি ভুরি ভুয়ো শংসাপত্র, সব বাতিল করবে সরকার, জানালেন মমতা) 

মমতা তাঁদের কাছে চা ও জল খেতে চান। প্রতিভা ভদ্রের পুত্রবধূ মুখ্যমন্ত্রীকে চা বানিয়ে দেন। সকলের সঙ্গে খাটে বসে মুখ্যমন্ত্রী চা পান করেন। তাঁদের শীতের চাদর উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। হঠাৎ এ ভাবে বাড়িতে মুখ্যমন্ত্রী আগমনে সকলে আপ্লুত। 

পরে সাংবাদিকদের প্রতিভা ভদ্র বলেন, ‘প্রথমে দেখা হওয়ার পর মুখ্যমন্ত্রী আমাকে প্রণাম করেন। এর পর আমার শরীরের খোঁজখবর নেন। আমার বাড়ির ঠাকুর ঘর, রান্নাঘর ঘুরে দেখেন। কী রান্না হয়েছে, তাও জানতে চান মুখ্যমন্ত্রী। এটা আমার কাছে স্বপ্নেও অতীত। আমার অনেকদিনের ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীকে দেখব। সেই স্বপ্ন এদিন পূরণ হল।’

প্রতিভার ভদ্রের পুত্রবধূ রীতাপোখরেল ভদ্র, যিনি মুখ্যমন্ত্রীকে চা করে খাওয়ালেন, তার কী প্রতিক্রিয়া? আপ্লুত রীতা  বলেন, ‘জানতাম না মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসবেন। এক কাপ চা আর জল খেলেন। খুবই আনন্দিত আমরা। তা ভাষায় প্রকাশ করতে পারব না।’

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here