Home আপডেট Mamata Banerjee: আমি বাংলা মিডিয়ামের, ইংরেজিটা ভালো আসে না…এমন কিউট, এমন সুইট পিএম আগে দেখিনি…অকপট মমতা

Mamata Banerjee: আমি বাংলা মিডিয়ামের, ইংরেজিটা ভালো আসে না…এমন কিউট, এমন সুইট পিএম আগে দেখিনি…অকপট মমতা

Mamata Banerjee: আমি বাংলা মিডিয়ামের, ইংরেজিটা ভালো আসে না…এমন কিউট, এমন সুইট পিএম আগে দেখিনি…অকপট মমতা

[ad_1]

আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। আমার ইংরেজি ভালো নয়। আমি এলিট ক্লাসের নয়। তখন এত বই ছিল না। আমাদের স্বল্প ব্যবস্থার মধ্য়ে পড়াশোনা করতে হয়েছে। এখন অনেক সুযোগ সুবিধা বেড়েছে। এখনকার প্রজন্ম অনেক খুশি। তারা অনেক সুযোগ সুবিধা পান। ক্যালকাটা ক্লাবে একটি বিতর্ক সভায় এভাবেই অকপট বাংলার মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইংরেজি ভাষণ নিয়ে নানা সময়ে নানা কথা উঠেছে। এমনকী সোশ্য়াল মিডিয়ায় নানা মিমও ঘোরে। তবে এদিন তিনি একেবারে অকপটভাবে তাঁর বাংলা মিডিয়াম ব্যাক গ্রাউন্ডের কথা তুলে ধরেন।  তবে এদিন তিনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন একথা বলতেই কলকাতার নামী ক্লাবে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান।

ক্যালকাটা ক্লাব দ্য টেলিগ্রাফ ন্যাশানাল ডিবেটের আলোচনাসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

মমতা বলেন, ‘ডান্ডা চালাচ্ছে। ন্যায় সংহিতা না কী করেছে! যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুরো ভেঙে দিচ্ছে। 

চারপাশে এখন ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। কেউ বললেই বাড়িতে ইডি চলে আসছে।

তুমি আমায় বলে দেবে আমি কী খাব, কী পরব? সংবিধান এখন চলছে এজেন্সির দ্বারা, এজেন্সির জন্য। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে গণতন্ত্রকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ‘

এমনকী এদিন মিডিয়াকেও একহাত নেন মমতা। তিনি বলেন, ‘মুডি মিডিয়া। ইডি আসছে মিডিয়াকে নিয়ে। মিডিয়া একটা নির্দিষ্ট পার্টি নিয়ন্ত্রণ করছে। মিডিয়া কেন সত্যিকে দেখায় না? মিডিয়া কেন শাসকদলের কাছে আত্মসমর্পণ করে?’ 

মমতা বলেন, ‘আমাকে সারাজীবন অনেক সংগ্রাম করতে হয়েছে। সরকারে আসার পরেও আমাকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। জানি না এই লড়াইয়ের শেষ কোথায়! ’

মমতা বলেন, ‘একদিন সব পরিস্কার হবে। কেবলমাত্র এজেন্সি দিয়ে সব কিছু হয় না। কত ব্যবসায়ী দেশ থেকে চলে গিয়েছেন এই অত্যাচারের জন্য। ক্যাগ আবার ওদের ছোট ভাই। এসব মানা যায় না। আমাদের আরও লড়াই করতে হবে। ত্যাগ আরও বেশি করতে হবে। তবে আমি নিশ্চিত এর একদিন শেষ হবেই। এই হিটলারি ব্যবস্থার একদিন অবসান হবেই। আমরা সকল জাতিকে ভালোবাসি। আমি সাতবারের এমপি। আমি অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি। রাজীব গান্ধীকে, মনমোহন সিং, নরসিমহা রাওয়ের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন কিউট, এমন সুইট প্রধানমন্ত্রীকে আগে দেখিনি। আমি সুইট, কিউট বলছি। কিন্তু একবারও বাজে শব্দ বলিনি।’

মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলার মুখ্যমন্ত্রীর মুখে এই সুইট আর কিউট শব্দে হেসে ফেলেন অনেকেই। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here