Home আপডেট Mamata Banerjee: ‘দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্বের দিদি,’ মোদীর স্টাইলে এবার ‘গ্যারান্টি’ দিলেন মমতা

Mamata Banerjee: ‘দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্বের দিদি,’ মোদীর স্টাইলে এবার ‘গ্যারান্টি’ দিলেন মমতা

Mamata Banerjee: ‘দিদি নম্বর ওয়ান নই, আমি বিশ্বের দিদি,’ মোদীর স্টাইলে এবার ‘গ্যারান্টি’ দিলেন মমতা

[ad_1]

বিজেপিতে যোগ দেওয়ার কথা জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। আর সেদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিলেন, আমি দিদি নম্বর ওয়ান নই। আমি বিশ্বের দিদি, সকলের দিদি, ছোট থেকে বড় সকলের দিদি, ঘরে ঘরে সকলের দিদি। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দিদি ইমেজকে পুরোপুরি তুলে ধরলেন বাংলার মুখ্য়মন্ত্রী। প্রসঙ্গত সম্প্রতি দিদি নম্বর ওয়ান নামে একটি জনপ্রিয় টিভি শোতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।

মঙ্গলবার বাংলার মুখ্য়মন্ত্রী পশ্চিম মেদিনীপুরের সভা থেকে ২০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। আবাস যোজনা নিয়ে তিনি জানিয়ে দেন, কয়েকদিন আগেই আবাস যোজনা নিয়ে মিথ্য়ে কথা বলে দিয়েছে। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি না দেয় তবে মে মাসের শুরু থেকেই ১১ লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু হবে রাজ্য়েই দিল্লির জন্য আমরা আর অপেক্ষা করব না, ভিক্ষা করব না। জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

সেই সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, আজ বড় বড় কথা যারা বলেন তাঁদের আমি জিজ্ঞেস করি সিপিএম এর খুনিরাই আজকে বিজেপির হার্মাদ। সেই সিপিএমের হার্মাদরাই আজকে বিজেপির সবথেকে বড় ওস্তাদ হয়ে উঠেছে। লক্ষ্মীর ভাণ্ডার আজ মডেল হয়ে গিয়েছে। দিল্লিও করছে দেখলাম। তবে ওদের খরচ হবে ২ হাজার কোটি টাকা। আর আমাদের খরচ হয় ২৫ থেকে ২৬ হাজার কোটি টাকা। কারণ আমাদের উপভোক্তার সংখ্যা অনেক বেশি।

এদিকে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন সভায় বলতে শোনা যায় মোদী কি গ্যারান্টির কথা। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখেও শোনা যায় সেই গ্যারান্টির কথা। তিনি বলেন, মনে রাখবেন এটা আমাদের গ্যারান্টি। বাংলার সরকারের গ্যারান্টি আসল গ্যারান্টি। মোদীর গ্যারান্টিকে গ্যাস বেলুন বলে উল্লেখ করেন তিনি।  বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা হয় না। আমার কাছে দুঃখের খবর। প্রদীপরা আমাকে বলেছিল। ওটা আগে রেলের জায়গা ছিল। ইলেকশনের সময় জল কেটে দেওয়া হয়। বলা হয় বিজেপিকে ভোট না দিলে জল বিদ্যুৎ সব কেটে দেওয়া হবে। উচ্ছেদ করে দেওয়া হবে। একজনকেও উচ্ছেদ করতে দেব না। মানুষকে বলব। গণতান্ত্রিক পদ্ধকিতে আন্দোলন গড়ে তুলুন।

এদিকে সামনেই তৃণমূলের জনগর্জন সভা। সেই সভার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, চলুন সবাই ব্রিগেডে। শিল্পের হাওয়া এখন বাংলায় বইছে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। ওরা মানুষের খোঁজ নেয় না। জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প আছে…

সেই সঙ্গেই তিনি বলেন, এ মাটি গদ্দারদের কোনও দিন বিশ্বাস করে না। আনুগত্যে বিশ্বাস করে। মা মাটি মানুষের সরকারই সকলের বিশ্বাস।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here