Home আপডেট Mamata Banerjee: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী,প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়া আর কী কী কর্মসূচি রয়েছে?

Mamata Banerjee: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী,প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়া আর কী কী কর্মসূচি রয়েছে?

Mamata Banerjee: দিল্লি সফরে মুখ্যমন্ত্রী,প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়া আর কী কী কর্মসূচি রয়েছে?

[ad_1]

চারদিনের সফরের রবিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরের মূল উদ্দেশ্য হল রাজ্যের বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করা। তবে সেই বৈঠক ছাড়াও আরও কর্মসূচির রয়েছে মুখ্যমন্ত্রীর। এর মধ্য দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক ছাড়াও ইন্ডিয়া জোটের স্টেয়ারিং কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেও থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনিও থাকবেন।

একনজরে দেখে নেওয়া যাক রাজধানীতে কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর:

১) সোমবার বিকাল তিনটে নাগাদ দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠক রয়েছে।

২) মঙ্গলবার বিকেল তিনটের সময় ইন্ডিয়া জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। সে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

৩) বুধবার মমতার সকাল ১১ টার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে।

আজ বিকেল তিনটে নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

(পড়ুন। কেন্দ্রীয় দলের রিপোর্টে কী আছে যে ‘টাকা আটকে রাখা হচ্ছে’? জানতে চাইল রাজ্য) 

প্রসঙ্গত, এর আগে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকের খবর পাননি মমতা-সহ একাধিক নেতা। ফলে বৈঠকটি বাতিল করা করা হয়। 

এদিন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ওতে কিছু হবে না। প্রতিবারই সংসদের অধিবেশনের সময় এপাং ওপাং ঝপাং করতে যায়। ফিরে এসে দেখবেন আরেকটা খালু ঢুকে গেছে ভিতরে’। (আরও পড়ুন। ফিরে এসে দেখবেন আরেকটা খালু ঢুকে গেছে ভিতরে, মমতার দিল্লি সফরকে কটাক্ষ শুভেন্দুর)

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here