Home আপডেট Mamata Banerjee: রোনাল্ডিনহো জার্সি দিতে আসছেন আমাকে,… কলকাতায় কটা ম্যাচ জুটল? অভিষেককে প্রশ্ন মমতার

Mamata Banerjee: রোনাল্ডিনহো জার্সি দিতে আসছেন আমাকে,… কলকাতায় কটা ম্যাচ জুটল? অভিষেককে প্রশ্ন মমতার

Mamata Banerjee: রোনাল্ডিনহো জার্সি দিতে আসছেন আমাকে,… কলকাতায় কটা ম্যাচ জুটল? অভিষেককে প্রশ্ন মমতার

[ad_1]

সোমবার কলকাতায় রোনাল্ডিনহো আসছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে আসবেন তিনি। জার্সি দিতে আসছেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধনে অকপটে জানালেন মমতা। সেই সঙ্গে অজেয় সংহতির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

আর রবিরার যখন অজেয় সংহতির পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী তখন মণ্ডপে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। কিছুটা দেরি করেই এদিন অভিষেক এসেছিলেন মণ্ডপে।

মমতা বলেন, তুমি কি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত? তোমাদের সবই তো নিয়ে চলে গিয়েছে গান্ধীনগরে। তোমাদের ভাগ্যে কটা খেলা জুটেছে কলকাতায়? অভিষেককে প্রশ্ন করেন বাংলার মুখ্যমন্ত্রী।

তার উত্তরে অভিষেক ডালমিয়া ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানান, এখানে সব মিলিয়ে পাঁচটা খেলা আছে। এখানে সেমিফাইনাল আছে। ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা ম্যাচ আছে। পাকিস্তানের খেলা আছে। পাকিস্তান বাংলাদেশের ভালো খেলা আছে। এখানে ভালো ভালো কিছু খেলাও আছে। আপনি কিন্তু প্লিজ আসবেন। এভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন অভিষেক ডালমিয়া।

মুখ্যমন্ত্রী বলেন, দেখে নেব। তখন যদি পা ভালো হয়ে যায়। এরপরই তিনি রোনাল্ডিনহোর প্রসঙ্গ তোলেন। মমতা বলেন, ও আমার কাছে আসবে। আমাকে একটা জার্সি দিতে আসবে। আমি খেলাধূলা খুব ভালোবাসি।

অসুস্থতার জন্য এবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জেলা তথা কলকাতার বিভিন্ন পুজোর উদ্বোধন তিনি ভার্চুয়াল মাধ্যমেই করছেন। সেই সঙ্গে পুজোর সময় এবার বিশ্বকাপ। আমেদাবাদে মারকাটারি ম্যাচ হয়েছে। কলকাতার ক্রিকেট প্রিয় মানুষ কার্যত মুখিয়ে আছেন কলকাতার ম্যাচগুলোর জন্য। এবারের পুজোতে অন্য মাত্রা যোগ করেছে এই বিশ্বকাপের ম্যাচ। আর তার মধ্য়ে যদি ভারত-পাক ম্যাচ হয় তবে তো কথাই নেই। সেই ম্যাচের কটা কলকাতায় হবে তা নিয়েই প্রশ্ন করলেন মমতা। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, তোমাদের সবই তো নিয়ে চলে গিয়েছে গান্ধীনগরে। তোমাদের ভাগ্যে কটা খেলা জুটেছে কলকাতায়?

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here